বাড়ির খোলা ছাদে হিন্দি সুপারহিট গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
লাল রঙের জর্জেটের শাড়ি পরিহিত অবস্থায় দুর্দান্ত ভঙ্গিমা সহকারে অসাধারণ শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখা গেল।

মৌয়ের প্রতিভায় আবারও মন হারাল নেটদুনিয়া। নৃত্যশিল্পী মৌকে এবার বলিউড সিনেমার জনপ্রিয় গানে নৃত্য প্রদর্শন করতে দেখা গেল। আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar) পরিচালনায় প্রস্তুত হিন্দি সিনেমা ‘ভারত’ (Bharat) মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এই সিনেমায় একটি শোনা গিয়েছিল ‘এইথে আ’ (Aithey Aa)। সিনেমার মুক্তির পরে এই গান বেশ ট্রেন্ডিংয়ে ছিল। সাধারণ মানুষ থেকে তারকা সবাই এই গানে কোমর দুলিয়েছিল। এবার এই গানেতেই অসাধারণ ভঙ্গিমায় নৃত্য প্রদর্শন করতে দেখা গেল মৌকে।
সম্প্রতি নতুন করে ভারত সিনেমার ‘এইথে আ’ গানটি চর্চায় আসতে দেখা গেল। চারিদিকে আবার শুনতে পাওয়া গেল জনপ্রিয় গানটি। এই সুযোগেই নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাসকে (Moumita Biswas) ট্রেন্ডিংয়ে থাকা ‘এইথে আ’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেল।
নৃত্যশিল্পী মৌমিতার ‘এইথে আ’ গানের ভিডিওই সম্প্রতি ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটিতে তাঁকে লাল রঙের জর্জেটের শাড়ি পরিহিত অবস্থায় দুর্দান্ত ভঙ্গিমা সহকারে অসাধারণ শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখা গেল। বিশেষ নকশা বিশিষ্ট শাড়ি পরে খুবই সুন্দরভাবে তাঁকে কোমরের ঠুমকো প্রদর্শন করতে দেখা যায়।
ভিডিওটিতে মৌমিতার মোহময়ী চাউনি ও বিশেষ অঙ্গিভঙ্গি সম্পন্ন নৃত্যশৈলী দেখে চোখ সরাতে পারেননি নেটিজেনরা। ভিডিওটির কমেন্ট বক্স প্রশংসায় উপচে পড়েছে। এই ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা ৮৫ হাজার পেরিয়ে গেছে এবং লাইকের সংখ্যা হাজার অতিক্রম করে ফেলেছে।