বাড়ির ছাদে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

বাড়ির ছাদে এক জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত ভাবে পরিবেশন করতে দেখা গেল।

সোশ্যাল মিডিয়া প্রতিভা প্রচার ধরার এক দারুণ মাধ্যমে হিসাবে হিসাবে নিজেকে তুলে ধরেছে। এই মাধ্যমে যে শুধুমাত্র জনপ্রিয় শিল্পীরা নিজেদের প্রতিভা পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছে, তা নয়। বহু নতুন শিল্পীরাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সঠিক জ্ঞানের সঙ্গে ব্যবহার করে নিজের পরিচয় তৈরি করতে পেরেছেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দৌলতেই আজকাল মানুষ আগের তুলনায় সহজে প্রতিভার প্রচার ঘটাতে পেরেছেন।

সোশ্যাল মিডিয়া ও নিজ প্রতিভার দৌলতে সোশ্যাল মিডিয়ার উদীয়মান তারকার হওয়ার দিকে এগিয়ে চলেছেন নৃত্যশিল্পী মৌ (Mou) ওরফে মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। সুদক্ষ নৃত্যশৈলী ও অসাধারণ এক্সপ্রেশনের দৌলতে তিনি বহু দর্শকদের প্রিয় নৃত্যশিল্পীতে পরিণত হয়েছেন। তাঁর প্রতিভার চর্চা আজকাল সোশ্যাল মিডিয়ার বহু প্ল্যাটফর্মেই হয়।

সম্প্রতি এই নৃত্যশিল্পীরই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটিতে মৌকে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে এক জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত ভাবে পরিবেশন করতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল ‘ভারত’ সিনেমার ‘এইথে আ’ (Aithey Aa) গান এবং এই গানেতেই লাল রঙের শাড়ি ও ব্লাউজ পরে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য পরিবেশন করতে দেখা গেল তাঁকে। মুখে হালকা মেকআপ ও ঠোঁটে লাল লিপস্টিপে তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে। কানের ঝুমকো ও খোলা চুলের খেলায় তাঁর আবেদনময়ী নৃত্যশৈলী যেন পূর্ণতা পেয়েছিল।

ভিডিওটি পোস্ট করা হয়েছে তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে। ভিডিওটিকে কেন্দ্র করে কমেন্ট বক্সে প্রশংসার বর্ষণ করেছেন নেটিজেনরা। কেউ তাঁর এই নাচকে ‘মাইন্ড ব্লোইং’, আবার কেউ ‘আমেজ়িং পারফরম্যান্স’ বলে আখ্যায়িত করেছেন।