বাড়ির ছাদে আদিবাসী সেজে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
'ভাদর আশ্বিন মাসে' (Bhadaro Ashino Mase)-তে নৃত্যপরিবেশন করতে। আর তাঁর পরনে রয়েছে আদিবাসী স্টাইলে পরা একটি শাড়ি, পায়ে নুপুর ও আলতা।

বর্তমান সময়ে মানুষের অবসর সময় কাটানোর পাশাপাশি নিজেদের প্রতিভাগুলোকে প্রকাশ করে সমাজে জনপ্রিয়তা অর্জন করার একটি ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে। আর এই ট্রেন্ডে প্রতিনিয়তই গা ভাসিয়ে চলেছে আট থেকে আশি। আগেকার দিনে নিজেদের প্রতিভা গুলোকে সমাজে সকলের মাঝে প্রকাশ করা যথেষ্ট কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ও অর্থসাপেক্ষ হওয়ার কারণে সেগুলো আজীবন অন্ধকারেই থেকে যেত। তবে বর্তমানে সময় পাল্টেছে আর মানুষের প্রতিভা প্রকাশের একটি সহজলভ্য মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মানুষদের তালিকাটা খুব একটা কম নয়। ইতিমধ্যে একাধিক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। কেউ ইচ্ছে করে আবার কেউ ভাগ্যবশত রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার তৈরি হয়েছেন। যাদের মধ্যে রানাঘাটের রানু মন্ডল ও বীরভূমের ভুবন বাদ্যকরের নাম অন্যতম। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের নাচের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ‘ডান্স স্টার মৌ’ নামটির সাথে পরিচিত।
মৌ একজন জনপ্রিয় নৃত্যশিল্পীর পাশাপাশি একজন জনপ্রিয় ইউটিউবারও। ফেসবুক থেকে শুরু করে ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিতে রয়েছে তাঁর অগণিত ফলোয়ার্স। তাঁর ইউটিউব চ্যানেলটিতে বর্তমানে রয়েছে প্রায় আড়াই লক্ষের বেশি সাবস্ক্রাইবার। যেখানে সে মাঝে মাঝেই নিজের বিভিন্ন ধরনের নাচের কভার আপলোড করে। সম্প্রতি সেরকমই তাঁর একটি নাচের কভার তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।
যেখানে তাঁকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা লোকগীতি ‘ভাদর আশ্বিন মাসে’ (Bhadaro Ashino Mase)-তে নৃত্যপরিবেশন করতে। আর তাঁর পরনে রয়েছে আদিবাসী স্টাইলে পরা একটি শাড়ি, পায়ে নুপুর ও আলতা। শাড়ির সাথে নেই কোনো ব্লাউজ। আর এই পোশাকে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় নাচতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর নাচের ভিডিওটি প্রায় বছর দুয়েক পুরোনো হলেও তা নতুন করে ভাইরাল হতে ছড়িয়ে পরেছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। ইতিমধ্যে ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় ১৪ লক্ষ মানুষের কাছে। পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ। অর্থাৎ সকলেরই যে মৌয়ের নাচ ব্যাপক নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।