বাড়ির খোলা ছাদে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

বাংলা গানে খুবই সুন্দর ভঙ্গিমায় নাচ পরিবেশন করতে দেখা গেছে।

সুন্দরী মৌয়ের ভিডিও আবারও হল ভাইরাল। নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাস (Moumita Biswas) নিজের প্রতিভার দৌলতে আবারও চর্চার বিষয় হয়ে দাঁড়ালেন। তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া আইডি রয়েছে। সেই সোশ্যাল মিডিয়া আইডি থেকে নিয়মিতরূপে তিনি ভিডিওরূপে নিজের প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরেন থাকেন। নৃত্যশৈলী এতটাই নিখুঁত যে, তাঁর খ্যাতি এবার চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

সম্প্রতি নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাসের (Moumita Biswas) একটি ভিডিও ভাইরাল (Moumita Biswas Viral Video) হয়েছে। ভিডিওটিতে তাঁকে জনপ্রিয় বাংলা গানে খুবই সুন্দর ভঙ্গিমায় নাচ পরিবেশন করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) ছাতা ধরো হে দেওরা (Chata Dhoro Re Deora) গান। এই গানে তাঁকে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে শাড়ি ব্লাউজ পরিহিত অবস্থায় নাচ করতে দেখা গেল।

ভিডিওটিতে নীল রঙের খোলা আকাশের নিচে নৃত্য পরিবেশন করার সময়ে মৌয়ের পরণে ছিল ফ্লোরাল প্রিন্টের পাড়যুক্ত আকাশি রঙের শাড়ি এবং একই ম্যাটেরিয়ালের ব্লাউজ। গানের থিমেই মৌমিতার চুল বেশ পরিপাটি করে বাঁধা ছিল। বাঁ দিকে সিঁথি কেটে শক্ত করে বাঁধা খোঁপা ও সেই খোঁপায় ফুলের উপস্থিতি তাঁর সাজে আরও পূর্ণতা দেয়। মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কালো রঙের ছোট্ট টিপ পরিহিত অবস্থায় তাঁকে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে মৌয়েরই ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৬২ লক্ষ ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ২৩ হাজার অতিক্রম করে ফেলেছে। ভিডিওটি ২ বছরের পুরোনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা গেল।