সবুজ প্রকৃতির মাঝে কালো ঘাগরা-চোলিতে তুমুল নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

এক সুন্দরী যুবতীকে কালো পোশাক পরে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আজকাল নাচের ভিডিওর অভাব নেই। প্রশিক্ষিত হোক বা অপ্রশিক্ষিত সবাইকেই আজকাল নাচের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে দেখা যায়। নাচের স্টেপ সুন্দর হলে মানুষ প্রশংসার অধিকারী হন এবং তালের ভুল হলেই কটাক্ষের মুখে পড়েন। সম্প্রতি একটি নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল।

সম্প্রতি ডান্সের একটি ভিডিও ভাইরাল (Dance Viral Video) হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে কালো পোশাক পরে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘নবাব’ সিনেমার ‘দেবো তোকে ষোলো আনা’ (Debo Toke Sholp Ana) গান এবং এই গানে তাঁকে দুর্দান্ত ভঙ্গিমা ও ফেসিয়াল এক্সপ্রেশন সহকারে নাচ করতে দেখা যায়। যুবতীর পরণে ছিল কালো রঙের ঘাগরা চোলি। খোলা আকাশের নিচে সবুজ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে হাতে হলুদ ও কালো বর্ণের চুড়ি পরে ও চুল পরিপাটি করে বেঁধে ডান্স করতে দেখা যায় তরুণীকে। হালকা মেকআপ, কপালে কালো টিপ, কানের হালকা অক্সিডাইজ কানের দুল ও কোমরে রুপোলি রঙের কোমরবন্ধ পরিহিত অবস্থায় খুবই মিষ্টি লাগছিল দেখতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম হল মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। মৌমিতা তাঁর নিজের নাচের ভিডিও এই চ্যানেল থেকে পোস্ট করেন ও দর্শকদের কাছে নিজের প্রতিভা তুলে ধরেন। মৌমিতার নাচ দেখেই বোঝা যায় যে, তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী। তাঁর প্রত্যেক ভঙ্গিমা দৃষ্টি আকর্ষণ করার মতো। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৬৭ হাজার পেরিয়ে গেছে এবং লাইকের সংখ্যা আড়াই হাজার অতিক্রম করে ফেলেছে।