“বন্দে মায়া লাগাইসে” গানের তালে উদ্দাম নাচ মৌ সুন্দরীর, তুমুল ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা লোকগীতি "বন্দে মায়া লাগাইসে"-তে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করছে মৌমিতা।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানেই বিনোদনের এক অন্যতম মাধ্যম। আর এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বয়সী মানুষের বিভিন্ন ধরনের প্রতিভা। একদিকে যেমন নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক সেরকমই আরেক দিকে বিভিন্ন গায়ক-গায়কীরাও তুলে ধরছে নিজেদের গানের প্রতিভাগুলোকে সকলের মাঝে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সোশ্যাল মিডিয়া খুবই সহজলভ্য ও অর্থ সাপেক্ষ একটি মাধ্যম হওয়ার দরুন প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। প্রত্যেকেই নিজেদের প্রতিভা এর মাধ্যমে প্রকাশ করে নিজস্ব একটি ফ্যানবেস তৈরি করতে উদ্যোগী।

আর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন একাধিক মানুষ। যার প্রমাণ সোশ্যাল মিডিয়া খুললেই প্রমাণ মেলে। সেরকমই একজন সোশ্যাল মিডিয়ার নামকরা নৃত্যশিল্পী হলেন মৌমিতা বিশ্বাস। যাকে অনেকে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) হিসেবে চেনেন। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে মৌমিতা মাঝে মাঝেই নিত্য নতুন নাচের ভিডিও আপলোড করে থাকেন। সম্প্রতি সেরকমই তাঁর একটি নতুন নাচের কভার তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়া জুড়ে।

এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা লোকগীতি “বন্দে মায়া লাগাইসে”-তে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করছে মৌমিতা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নীল ব্যাকগ্রাউন্ডের সামনে নাচছে সে। আর তাঁর পরনে রয়েছে একটি সবুজপাড় কমলা রঙের তাঁতের শাড়ি ও সাথে ম্যাচিং করা ব্লাউজ। তার সাথে উপযুক্ত মেকআপ ও হালকা গয়নার সমন্বয়ে দুর্দান্ত লাগছিল তাঁর রূপ। যা বিশেষ করে নজর কেড়েছে প্রতিটি মানুষের। যেহেতু এই ভিডিওটি তাঁর প্রথম দিকের ভিডিও তাই তাঁর সাজপোশাক ছিল খুবই সাধারণ। তবে তাঁর কোরিওগ্রাফি যে দুর্দান্ত ছিল তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়।

ভিডিওটি প্রায় বছর দুয়েক আগে তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করলেও আজও ভিডিওটি আগের মতনই সমান জনপ্রিয়। “Dance Star Mou” নামক তাঁর ইউটিউব চ্যানেলটি থেকে ২০২১ সালে ভিডিওটি আপলোড করা হলে তা ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রায় ৮ লক্ষ মানুষ। এমনকি ভিডিওটিতে শুধুমাত্র লাইক করেছেন ৭ হাজারের বেশি মানুষ। ভিডিওটি বছর দুয়েক পুরোনো হলেও তা নতুন করে প্রকাশ্যে আসতেই আবার নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। আর স্বাভাবিকভাবেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে মৌমিতা।