সবুজ প্রকৃতির মাঝে বাউল গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচের সবুজ ঘাসের উপরে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় রকমারি ভিডিওর ভাণ্ডার। নাচের, গানের, আবৃতির, অঙ্কনের নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। মনোরঞ্জন করতে চাইলে শুধুমাত্র এক ক্লিকের অপেক্ষা, তারপরেই লাফ দেওয়া যায় মনোরঞ্জনের এক অজানা জগতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একবার ভিডিও দেখতে বসলে নানান রকমের কন্টেন্টের দৌলতে কীভাবে ঘন্টার পর ঘন্টার পেরিয়ে যায়, বুঝতেই পারা যায় না।
এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বহু নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা প্রচারের হাতিয়াররূপে ব্যবহার করেছেন। বর্তমানে শিল্পীরা ভিডিওরূপে নিজেদের প্রতিভাকে আবদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। এই প্রতিভায় পরিপূর্ণ ভিডিওগুলো দেখে একদিকে যেমন দর্শকরা নিত্য নতুন প্রতিভার সাক্ষী হওয়ার সুযোগ পান, তেমনই শিল্পীরাও বিশ্বের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান।
সম্প্রতি এক শিল্পীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচের সবুজ ঘাসের উপরে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় আদিবাসী গান ‘কালো ভ্রমর’ (Kalo Bhromor)। ভিডিওটিতে যুবতীকে একদম আদিবাসী সাজেই নিজেকে পরিবেশন করতে দেখা যায়। যুবতীকে শাড়ির সঙ্গে মানানসই কোমরবন্ধ ও গলার হার পরিহিত অবস্থায় অসাধারণ ভঙ্গিমা সহকারে নাচ করতে দেখা যায়। মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে রঙিন চুড়ি পরিহিত অবস্থায় যুবতীকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৮.৬ লক্ষ অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা ৫.৯ হাজার ছাড়িয়ে গেছে।