‘পিন্দারে পলাশের বন’ গানের তালে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, তুমুল ভাইরাল ভিডিও

এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে সবুজ পরিবেশের মাঝে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। সেই প্রতিভা সুদূর গ্রামের কুঁড়ে ঘরের হোক বা শহরের পঞ্চাশ তলা অট্টালিকার, সেই প্রতিভা কোনো ঝকঝকে ডান্স ক্লাসের নৃত্যশিল্পীর হোক বা সবজি বাজারের মাঝে খোলা আকাশের নিচে মাটির উপরে দাঁড়িয়ে থাকা মানুষের হোক সবই মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। এর ফলে যেমন মনোরঞ্জন করা সম্ভব হচ্ছে, তেমনই অর্থ উপার্জনের পথ প্রসারিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন রকমের প্রতিভার সাক্ষী হওয়ার সুযোগ পান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। গান, আবৃতি, অঙ্কন, নাচসহ আরও অন্যান্য রকমের প্রতিভার সাক্ষী হওয়া যায়। শিল্পীরাও আবার এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে নিজস্ব পরিচয় গড়ে তোলার সুযোগ পেয়েছেন। এই সোশ্যাল মিডিয়াতে বহু সাধারণ মানুষ দক্ষতায় পরিপূর্ণ প্রতিভা প্রদর্শন করার মাধ্যমে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন।

সম্প্রতি এক নৃত্যশিল্পীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে সবুজ পরিবেশের মাঝে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘পিন্দারে পলাশের বন’ গান এবং এই গানেতেই যুবতীকে টকটকে গোলাপি রঙের ব্লাউজ ও সবুজ পাড় বিশিষ্ট কালো শাড়ি পরিহিত অবস্থায় দুর্দান্ত নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। ঠোঁটে গোলাপি লিপস্টিক, কপালে ছোট্ট কালো টিপ ও মানানসই গয়না পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগে দেখতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম মৌ (Mou) ওরফে মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। মৌ অসাধারণ নৃত্য পরিবেশন করার মাধ্যমে আবারও মন জয় করলেন নেটাগরিকদের।