সবুজ প্রকৃতির মাঝে সুপারহিট বাংলা গানে দুর্দান্ত নাচ সুন্দরী তরুণীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

খোলা আকাশের নিচে লম্বা লম্বা সবুজ ঘাসের মাঝে জনপ্রিয় বাংলা গানে দক্ষতার সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এই মাধ্যমের দৌলতে নানান রকমের কাজ করা যায়। উদ্দেশ্য জ্ঞান আহরণ হোক বা মনোরঞ্জন, প্রতিভার প্রচার হোক বা অর্থ উপার্জন সবেতেই নিজের প্রভাব বিস্তার করে রেখেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। আজকাল শুধুমাত্র বিনোদন প্রদানই নয়, বহু মানুষের মুখের অন্ন জোটাচ্ছে এই প্ল্যাটফর্ম।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অঙ্কন, নাচ, আবৃতি ও গানের ভিডিও খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যায়। এগুলো ভাইরাল হয়ে গেলে শিল্পীরা খ্যাতির স্বাদ পাওয়ার সুযোগ পান। কখনও সমালোচনার শিকার হয়ে, আবার কখনও ঝুড়ি ঝুড়ি প্রশংসা পেয়ে তারকাদের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন সাধারণ প্রতিভাধারী অসাধারণ শিল্পীরা।

সম্প্রতি এক সুন্দরী রমনীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে খোলা আকাশের নিচে লম্বা লম্বা সবুজ ঘাসের মাঝে জনপ্রিয় বাংলা গানে দক্ষতার সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় অভিনেতা দেব (Dev) ও অভিনেত্রী কোয়েল (Koyel) অভিনীত ‘প্রেমের কাহিনী’ (Premer Kahini) সিনেমার গায়ক শানের (Shaan) কণ্ঠে প্রকাশ্যে আসা ‘রিমঝিম এ ধারাতে’ (Rimjhim E Dharate) গান। এই গানেতেই লাল রঙের সালোয়ার কামিজ পরে অঙ্গপ্রত্যঙ্গের দুর্দান্ত ভঙ্গিমা প্রদর্শন করে নৃত্য পরিবেশন করেন তরুণী। সবুজ প্রকৃতির মাঝে কানে অক্সিডাইজ দুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিক ও কপালে কালো টিপ পরিহিত অবস্থায় লাল রঙের ফিনফিনে পাতলা লাল ওড়না উড়িয়ে নাচার সময়ে বেশ মোহময়ী লাগছিল তাঁকে দেখতে।

দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। তিনি নিজের নাচের ভিডিও ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক চ্যানেল থেকে পোস্ট করে থাকেন। সম্প্রতি এক বছরের পুরনো এমনই এক নাচের ভিডিওই ভাইরাল হয়ে যেতে দেখা গেল। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা ৬.৫ হাজার ছাড়িয়ে গেছে।