সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

খোলা আকাশের নীচে হলুদ সর্ষে ক্ষেতের মাঝে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

নৃত্যশিল্পী মৌমিতার ভিডিও প্রায়শই ভাইরাল হতে দেখা যায়। তিনি একজন সাধারণ মানুষ হলেও অসাধারণ প্রতিভার অধিকারী। তাঁর মুখমণ্ডলের দুর্দান্ত এক্সপ্রেশন ও অঙ্গপ্রত্যঙ্গের মুভমেন্টের দক্ষতাই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রত্যেক নাচে তাঁর সৌন্দর্য যেন আরও ফুটে উঠতে দেখা যায় ও প্রত্যেক ভিডিওতেই তাঁর নৃত্যশৈলী আরও নিখুঁত হয়ে উঠতে দেখা যায়। তাঁর ভিডিও ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া আরও বিস্তার লাভ করছে। ফলস্বরূপ যত দিন যাচ্ছে মৌমিতা বিশ্বাসের জনপ্রিয়তা বাড়তে দেখা যাচ্ছে।

এই শিল্পীর পুরো নাম মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। সুদক্ষ প্রতিভার অধিকারী এই শিল্পীকে ভিডিওগুলোতে কখনও সাধারণ শাড়ি পরে নাচ করতে দেখা যায়, আবার কখনও ভারী ঘাগরা পরে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এক গানেতে তাঁকে হালকা ওড়না সহকারে সালোয়ার কামিজ পরেই অসাধারণ ভঙ্গিমা প্রদর্শন করার মাধ্যমে দর্শকদের মন জয় করতে দেখা যায়।

পোশাক যাই হোক না কেন, অভিজ্ঞতা ও দক্ষতায় পরিপূর্ণ নৃত্যশৈলীর সাক্ষী হয়ে মুগ্ধ হয়ে যেতে বাধ্য হন নেটিজেনরা। সম্প্রতি নৃত্যশিল্পী মৌমিতার এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মৌমিতাকে খোলা আকাশের নীচে হলুদ সর্ষে ক্ষেতের মাঝে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। মৌ ওরফে মৌমিতার পরণে দেখা যায় লাল পাড়যুক্ত নীল রঙের শাড়ি ও লাল রঙের বেনারসি ব্লাউজ। শাড়ির সঙ্গে মানানসই গয়না ও মাথায় পরিপাটি করা খোঁপায় সাদা ফুলের গজড়া পরে মৌমিতাকে ‘দিলখুশ’ সিনেমার ‘সজনী’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক ও কপালে ছোট্ট কালো টিপ পরিহিত অবস্থায় ভিডিওটিতে মৌকে খুবই সুন্দর লাগে দেখতে।

ভিডিওটি মৌ নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে পোস্ট করেছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গেছেন। ভিডিওটি প্রায় ২০ হাজারের মতো মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।