তুমি আসে পাশে থাকলে, খোলা আকাশের নীচে সুপারহিট বাংলা গানে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও
মৌ কে দেখা গেলো জনপ্রিয় বাংলা সিনেমা 'পারবো না আমি ছাড়তে তোকে'-র 'তুমি আসে পাশে থাকলে' গানটিতে একটি খোলামেলা জায়গায় নিজের মতো করে নাচতে।

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোন কিছু ভাইরাল হতে সময় ও অর্থের প্রয়োজন হয় না। এখানে নতুন থেকে পুরোনো সমস্ত কিছুই সমানভাবে জনপ্রিয়তা পায়। তা পুরোনো কোনো সিনেমার ক্লিপ হোক কিংবা পুরোনো সিনেমার গান। সবকিছুই সমানভাবে উপভোগ করে প্রতিটি মানুষ। যার কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের প্রতিভা প্রকাশ করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছেন। সেরকমই একজন যুবতী হলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা মৌ।
যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ঘেঁটে থাকেন তারা অবশ্যই ‘ডান্স স্টার মৌ’-কে চিনবেন। সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত জনপ্রিয় নৃত্যশিল্পীর পাশাপাশি একজন ইউটিউবারও। মৌ মাঝে মাঝেই নিজের ইউটিউব চ্যানেল থেকে নিত্যনতুন নাচের কভার আপলোড করে থাকে। এমনকি তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। নিজের নাচের মাধ্যমে সে সমস্ত মানুষের কাছে একটি অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। এমনকি তাঁর জনপ্রিয়তাও ছড়িয়ে পরেছে বহুদিকে।
সম্প্রতি তাঁর একটি নতুন নাচের কভার তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা সিনেমা ‘পারবো না আমি ছাড়তে তোকে’-র ‘তুমি আসে পাশে থাকলে’ গানটিতে একটি খোলামেলা জায়গায় নিজের মতো করে নাচতে। খোলা জায়গায় বালির মধ্যে যেভাবে সে এই নাচ পরিবেশন করেছে তা অজান্তেই সমস্ত মানুষের মনে গেঁথে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে একটি সাদা রঙের স্কার্ট ও সাথে কালো রঙের একটি ব্লাউজ। হাতে নীল চুড়ি, পনিটেল করে বাঁধা চুল ও হালকা মেকাপে দুর্দান্ত লাগছে তাঁর রূপ।
মৌয়ের এই নাচের কভারটি ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। আপনারা চাইলে তা নিজের চোখে দেখতে পারেন। ভিডিওটি আপলোড হওয়া মাত্রই তা রীতিমত ছড়িয়ে পরেছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। ভিডিওটিতে লাইক করার পাশাপাশি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করতে দেখা গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্সে। অর্থাৎ প্রত্যেকেরই যে মৌয়ের নাচ ভীষণ নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।