Viral Video: নীল শাড়ি পরে জনপ্রিয় বাংলা গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

নীল শাড়ি ও একইরকম ব্লাউজে যুবতী সেজে উঠেছিলেন। শুধু দেখা নয়, সাথেই তার মন মাতানো নাচের প্রশংসা না করলেই নয়।

Viral Video: সোশ্যাল মিডিয়ার দরুন কখন যে কি গান ভাইরাল (Viral Video) হয় তা বলা মুশকিল। বিশেষ করে বাংলা গান গুলি হয়ে ওঠে খুব ভাইরাল। শুধুই কি গান না সোশ্যাল মিডিয়ার তার সাথেই যুক্তি হয়েচ্ছে বিভিন্ন ‘ডান্স কভার’। একের পর এক সেই ডান্স কভার দর্শকদের খুবই পছন্দের বিষয় বস্তু। দেখতে দেখতে কখন যে ঘন্টা খানেক পার হয়ে যাবে তা বলা মুশকিল। এবার বিখ্যাত এক বাংলা গানে রিম্পা সাহা নামের সুন্দরী যুবতীর নাচ হয়েচ্ছে দুর্দান্ত ভাইরাল।

Viral Video:

Viral Video

কয়েক মাস আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ রিলিজ করেছিল। সেখানেই গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গাওয়া ‘পাখিদের স্মৃতি’ (Pakhiderriti) খুবই হিট হয়েছিল। সেই গানেই নাচ করেছে রিম্পা। ভিডিওর শুরুতেই খোলা পরিবেশে সুন্দর সেজে হাজির বিদীপ্তা। নীল শাড়ি ও একইরকম ব্লাউজে যুবতী সেজে উঠেছিলেন। শুধু দেখা নয়, সাথেই তার মন মাতানো নাচের প্রশংসা না করলেই নয়। অসাধারণ শারীরিক শক্তি ও জবরদস্ত মুখের এক্সপ্রেশনে (Expression) চমকে দিয়েছেন সকলকে।

Viral Video:

Viral Video

গানের কথার সাথে তাল মিলিয়ে এমন নাচ এর আগে নেটিজেনরা দেখেছেন বলে মনে হয় না। সম্পূর্ণ প্রশিক্ষন প্রাপ্ত একজন শিল্পী রিম্পা। যে কারণে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। কানের দুল, বাঁধা চুলে গোঁজা সাদা ফুল, লিপস্টিক অসাধারণ সুন্দর করে তুলেছে তাঁকে। মাস চারেক আগে ‘rimpa performs’ নামের নিজস্ব ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Viral Video:

21,491 জন দর্শক এই ভিডিওটি দেখে নিয়েছেন। সাথেই প্রশংসার ঝড় তুলেছেন সকলেই তার এই ভিডিওর কমেন্ট বক্সে। এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন সকলে। তার আরও বিভিন্ন পারফরমেন্স আছে যা আপনি অনায়েসেই দেখতে পারেন। তবে সবার আগে এই ভিডিওটি দেখতে ভুলবেন না। আর কেমন লাগলো তা অবশ্যই আমাদের প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।