খোলা আকাশের নিচে ‘ছম্মা ছম্মা’ গানে উদ্দাম নাচ বিমান সেবিকার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জনপ্রিয় বলিউডের গান 'ছাম্মা ছাম্মা'-তে নৃত্য পরিবেশন করতে দেখা গেল উমাকে।

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। যা কিছু অস্বাভাবিক তাও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পর্দায়। যার কারণে ৮ থেকে ৮০ প্রতিটি বয়সের মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া যেমন একদিকে মানুষের মনোরঞ্জনের মাধ্যম হয়ে উঠেছে ঠিক সেরকমই আরেক শ্রেণীর মানুষের কাছে সমাজের সুনাম পাওয়ার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। যার কারণে প্রত্যেকেই এখন ব্যস্ত নিজেদের প্রতিভা সমাজে তুলে ধরতে।
বর্তমান প্রজন্মের কমবেশি প্রত্যেকেই নিজেদের প্রতিভা তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। কেউ নাচ আবার কেউ গানের মাধ্যমে পরিচিতি লাভ করছে সমাজে। ঠিক সেরকমই সম্প্রতি এক বিমান সেবিকার দুর্দান্ত কায়দায় করা একটি অসাধারণ নৃত্য প্রদর্শনের ভিডিও মন জয় করেছে প্রতিটি মানুষের। যেখানে ওই বিমান সেবিকাকে দেখা যাচ্ছে একটি রুফটপের ওপর জনপ্রিয় একটি ট্রেন্ডিং গানে নাচতে।
।
‘উমা মীনাক্ষী’ (Uma Minakshi) নামক ওই যুবতীটি পেশায় একজন বিমান সেবিকা। তবে এর পাশাপাশি নাচের দিকেও তাঁর অগাধ প্রতিভা রয়েছে। যা তাঁর নাচের মাধ্যমেই ফুটে উঠেছে। তিনি বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব করছেন নিজের নাচের মাধ্যমে। মাঝে মাঝেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি আপলোড করেন নিজের বিভিন্ন রকম নাচের রিলস ভিডিও। যার কারণে তাঁর নাচের তালে পাগল সমস্ত নেট নাগরিক। এক কথায় উমা বর্তমানে ইন্টারনেটের দুনিয়ার অন্যতম সেন্সেশন।
View this post on Instagram
সম্প্রতি জনপ্রিয় বলিউডের গান ‘ছাম্মা ছাম্মা’-তে নৃত্য পরিবেশন করতে দেখা গেল উমাকে। যেখানে তাঁর পরনে ছিল একটি বটল গ্ৰিন রঙের শর্ট স্কার্ট ও সাথে একটি কালো রঙের টিশার্ট। তাঁর নাচের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে যে উমা মরশুমের সাথে সঠিকভাবেই গানটিকে বেঁছে নিয়েছে। বর্ষাকালের সাথে গানের প্রতিটি হুক স্টেপ অত্যন্ত নিপুণতার সাথে কপি করেছে সে। যার কারণে তাঁর ভিডিওটি ভাইরাল হতে বেশি একটা সময় লাগেনি। ইতিমধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে।