ফাঁকা ঘরে হিন্দি গান চালিয়ে মন মাতানো বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

খোলা চুলে বিনা মেকআপে জনপ্রিয় হিন্দি গান 'মাইয়া মাইয়া'তে (Mayya Mayya) বেলি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তুললেন তরুণী।

বেলি ডান্স বর্তমানে পুরো দুনিয়ায় জনপ্রিয়। এই ডান্স ফর্মের উৎপত্তি হয়েছিল ইজিপ্ট থেকে। এই ডান্সে টর্সো ও নিতম্বের হিল্লোল প্রদর্শন করা হয়। বেলি ডান্স (Belly Dance) শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ শব্দবন্ধ ‘Dance Du Ventre’ থেকে। উক্ত শব্দবন্ধের অর্থ হল ‘পেটের সহিত ডান্স’। বর্তমানে বেলি ড্যান্সের নানাম ফর্ম রয়েছে। এলাকা অনুযায়ী ডান্স ফর্ম ও পোশাকের ধরণ বদলাতে থাকে। তবে সবার মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয় ইজিপ্শিয়ান স্টাইলই।

ইজিপ্টে বেলি ডান্সের ইনফর্মাল ফর্মটি ‘রাক্স বালাদি’ (Raqs Baladi) নামে পরিচিত। এই ডান্সের প্রফেশনাল ডান্স ফর্ম ‘রাক্স শার্কি’ (Raqs Sharqi) নামে পরিচিত। বর্তমানে ‘রাক্স শার্কি’ই বিশ্বজুড়ে জনপ্রিয়। ‘রাক্স বালাদি’ ও ‘রাক্স শার্কি’ ছাড়াও বেলি ডান্সের আরও ফর্ম বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। এগুলোর মধ্যে ‘ঘোওয়াজি’ (Ghawazee), ‘আওয়ালিম’ (Awalim) উল্লেখযোগ্য।

বেলি ডান্স ভারতেও জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে ভারতে দেশীয় ও বিদেশীয় নৃত্যশৈলী উভয়ই জনপ্রিয়। নৃত্যশিল্পীরা নিজেদের পছন্দ অনুযায়ী নৃত্যশৈলী শিখে নিজের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরেন। সম্প্রতি বেলি ডান্সের একটি ভিডিও ভাইরাল হয়েছে। উক্ত ভিডিওটিতে এক ভারতীয় তরুণীকে দুর্দান্ত শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখে নজর সরাতে পারেননি নেটিজেনরা।

তরুণীর পরণে ছিল নীল রঙের ব্রালেট ও শর্ট লেন্থ স্কার্ট। কোমরে ছিল রুপোলি রঙের ভারী উজ্জ্বল কোমর বন্ধনী। খোলা চুলে বিনা মেকআপে জনপ্রিয় হিন্দি গান ‘মাইয়া মাইয়া’তে (Mayya Mayya) বেলি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তুললেন তরুণী।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘দীপালি বশিষ্ঠ’ (Deepali Vashistha) নামক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান তরুণী স্বয়ং দীপালি। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং এর লাইকের সংখ্যা ৭.৮ হাজার ছাড়িয়ে গেছে।