ক্লাসরুমের মধ্যেই ৯০ দশকের সুপারহিট গানে উদ্দাম নাচ সুন্দরী শিক্ষিকার, তুমুল ভাইরাল ভিডিও
বদ্ধ ক্লাসরুমের মধ্যে দিনের আলোয় এক শিক্ষাকে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়।

ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক অন্যই ধরণের হয়। এই সম্পর্কে শ্রদ্ধা ও ভালোবাসা উভয়ই থাকে। যুগ যুগ ধরে এমনই চলে এসেছে। তবে এবার ঘটেছে সভ্যতার আধুনিকীকরণ। এর ফলে বদলে যেতে দেখা গেছে সম্পর্কের পরিভাষাও। এই আধুনিক প্রযুক্তির যুগে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্পর্ক আগের তুলনায় অনেক শিথিল হয়ে পড়তে দেখা গেছে।
উল্লিখিত কথাগুলোর প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। আজকাল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এই ধরণের অনেক ভিডিও আবার ভাইরাল হতেও দেখা যায়। কোনো ভিডিওতে পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের নাচগান করতে দেখা যায়, আবার কোনো ভিডিওতে পড়ুয়াদের সামনে গানের তালে শিক্ষিকাদের কোমর দোলাতে দেখা যায়।
সম্প্রতি এক শিক্ষিকার নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে বদ্ধ ক্লাসরুমের মধ্যে দিনের আলোয় এক শিক্ষাকে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়। খয়েরি রঙের ব্লাউজ ও খয়েরি রঙের পাড়যুক্ত একদম হালকা গোলাপি রঙের সাধারণ শাড়ি পরে সুপারহিট সিনেমা ‘ফুল বানে অঙ্গারে’ (Phool Bane Angaray)-এর ‘গোরি কব সে হুই জাওয়ান’ (Gori Kab Se Hui Jawan) গানে ডান্স করতে দেখা যায়। পরিপাটি করে পনিটেল করে বাঁধা চুল ও নো মেকআপ লুকে খুবই মিষ্টি দেখতে লাগছিল ভিডিওতে দৃশ্যমান যুবতীকে। দাবি করা হয়েছে উক্ত যুবতী একজন শিক্ষিকা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘পঙ্কজ মিশ্র ভ্লগস অনুপ্পুর’ (Pankaj Mishra Vlogs Anuppur) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ২৪৮ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় সাড়ে তিন হাজারের মতো মানুষ পছন্দ করেছেন। শিক্ষিকার নাচের ভিডিও দেখে যেখানে কিছুজন প্রশংসা করেছেন, সেখানে কিছুজন আবার শিক্ষিকাকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন।