ক্লাসরুমের মধ্যে রোমান্টিক গানে উদ্দাম নাচ শিক্ষিকা ও ছাত্রের, ভাইরাল ভিডিও

'তুম হি হো' (Tum Hi Ho) গান। আর এই গানেতেই নীল রঙের শাড়ি-ব্লাউজ পরিহিত অবস্থায় স্কুল ইউনিফর্ম পরা ছাত্রের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন শিক্ষিকা।

সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম, যার দৌলতে সাধারণ মানুষ নিজের প্রতিভা পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারছে। এই মাধ্যমের হাত ধরেই তারকারা নিজের দক্ষতার বিজ্ঞাপন দিতে পারছে। প্রতিভার প্রচার হোক বা বিজ্ঞাপন সবই বর্তমানে আগের তুলনায় অপেক্ষাকৃত সহজে ও কম খরচে করতে পারা যাচ্ছে। সবকিছুই সম্ভব হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতেই।

বহু গুণী শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের প্রতিভা ভিডিওরূপে ভক্তদের সামনে তুলে ধরেন। নেটিজেনদের সেই ভিডিও ভালো লাগলে তাঁরা যেমন প্রশংসা করেন, তেমনই ভালো না লাগলে আবার সেই ভিডিওকে ট্রোলিংয়ের বন্যায় ভাসিয়ে দেন। আজকাল সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় নিজের নাচ ও গানের ভিডিও পোস্ট করে থাকেন। এই ভিডিওগুলো কখনও মজাদার হয়, আবার কখনও আবেগে ভরপুর থাকে। এগুলোও নেটিজেনদের পছন্দের ভিত্তিতে প্রতিক্রিয়া পেয়ে থাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভাইরাল ভিডিওটিতে এক স্কুল শিক্ষিকা ও এক ছাত্রকে জনপ্রিয় হিন্দি গানেতে নাচ করতে দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় হিন্দি সিনেমা ‘আশিকি ২’ (Aashiqui 2)-এর ‘তুম হি হো’ (Tum Hi Ho) গান। আর এই গানেতেই নীল রঙের শাড়ি-ব্লাউজ পরিহিত অবস্থায় স্কুল ইউনিফর্ম পরা ছাত্রের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন শিক্ষিকা। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি একটি ফেয়ারওয়েল পার্টির ভিডিও।

সাধারণত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্পর্ক শ্রদ্ধার নজরে দেখা হয়। শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের জীবনের সঠিক দিশায় পরিচালনা করতে পারলে জীবনের মোড় বদলে যেতে পারে ছাত্রছাত্রীদের। এই অবস্থায় ট্রেন্ডিং গানে দুইজনের নাচ দেখে অনেকেই শিক্ষিকা ও ছাত্রের আচরণের উপরে প্রশ্ন তুললেন। যদিও বহু নেটিজেন প্রশংসাও করেন। নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার জেরে ভাইরাল হয়ে যেতে দেখা গেল এই ভিডিও।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মেডিকেল এইমস’ (Medical Aiims) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা ৩০ হাজার অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গেছে।