Belly Dance Viral Video: ‘মানিকে মাগে হিথে’ গানের তালে দুর্দান্ত বেলি ড্যান্স করলেন তিন সুন্দরী যুবতী, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

প্রকৃতির চুল ঝোলা রেখে শরীরে ওয়েভ সৃষ্টি করার মাধ্যমে ভাইরাল গানেতে তিনজনকে ভিডিওতে ডান্স করতে দেখা যায়।

Belly Dance Viral Video: বেলি ডান্স সংক্রান্ত এক ভিডিও ভাইরাল (Belly Dance Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক দল যুবতীকে বেলি ড্যান্স প্রদর্শন করার মাধ্যমে বডি ফ্লন্ট করতে দেখা যায়। বদ্ধ ঘরের মধ্যে তিন যুবতীকে ভাইরাল ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) গানে উন্মুক্ত পেট প্রদর্শন করে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। পোশাকে তাঁদের হস্ত ও স্কন্ধ আবৃত হলেও পেট ও নাভি ছিল উন্মুক্ত। খুবই স্মুথলি প্রত্যেককে বেলি ড্যান্সের মুভগুলো প্রতিস্থাপন করতে দেখা যায়।

Belly Dance Viral Video

বদ্ধ ঘরের মধ্যে মোট ৩ যুবতীকে দেখতে পাওয়া যায়। তাঁদের পরণে থাকে সাদা রঙের ফোলা প্যান্ট ও সাদা রঙের ব্লাউজ। যুবতীরা পরতে ছাড়েননি কোমরবন্ধনীও। কোমরে এক টুকরো স্বচ্ছ কাপড়ের উপরে কয়েনের সমন্বয়ে তৈরি হিপ বেল্ট পরে কোমরের স্মুথ মুভ প্রদর্শন করতে দেখা যায়। প্রত্যেকের চুল ছিল দীর্ঘ ও খোলা। ওয়েভি প্রকৃতির চুল ঝোলা রেখে শরীরে ওয়েভ সৃষ্টি করার মাধ্যমে ভাইরাল গানেতে তিনজনকে ভিডিওতে ডান্স করতে দেখা যায়। মুখমণ্ডলে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, ব্যাস এতটাই ছিল তাঁদের সাজ। আর তাতেই বাজিমাত করে দিলেন তিনি তরুণী।

ভিডিওটি পোস্ট করা হয়েছে প্রশিক্ষিত বেলি ড্যান্সার ‘অজাসভি বর্মা’ (Ojasvi Verma)-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি আপলোড করার কয়েক সপ্তাহের মধ্যেই ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন।

Belly Dance Viral Video:

 

View this post on Instagram

 

A post shared by OJASVI VERMA 👑 (@iojasviverma)

তিনজনের তরফে প্রদর্শিত বেলি ড্যান্স খুবই দৃষ্টি নন্দনীয় ছিল। এই ড্যান্স থেকে নেটিজেনদের চোখ সরানোই দায়। তিনজনের নাচ থেকে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ লিখেছেন, “ওহ আপনার শরীর হিল্লোল থেকে চোখ সরানো দায়”। কেউ আবার লিখেছেন, “খুবই সুন্দর”।