তাপস পাল-প্রসেনজিতের নায়িকা হয়েও কাজ নেই হাতে, অভিনয় ছেড়ে এখন এই কাজ করেন অভিনেত্রী
আসলে বর্তমানে ইন্দ্রানী দত্তর রয়েছে একটি নিজস্ব নাচের স্কুল।

সাম্প্রতিক সময়ে বাংলা বিনোদন (Tollywood) জগত খানিকটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যখন বাংলার গৌরব ছিল সার ভারত জুড়ে। ৯০ এর দশকে দেবশ্রী রায়, ঋতুপর্ণা চক্রবর্তী, রচনা ব্যানার্জী মতো অভিনেত্রীরা ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম মুখ। আর এইসব নায়িকার পাশাপাশি আরও এক সুন্দরী নায়িকা মানুষের নজর কেড়েছিলেন। আর তিনি হলেন ইন্দ্রানী দত্ত (Indrani Dutta)। বর্তমানে সেভাবে তাকে আর অভিনয় জগতে না দেখা গেলেও এক সময় দাপিয়ে কাজ করেছেন বড় পর্দায়। একসময় নায়িকা হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তাপস পাল (Tapas Pal) -র মতো জনপ্রিয় অভিনেতাদের।
কিন্তু হঠাৎ তিনি অভিনয় থেকে হারিয়ে গেলেন কিভাবে? ছোট থেকেই ইন্দ্রানীর মনের ভিতর ঘুরপাক খেত নায়িকা হওয়ার স্বপ্ন। বড়ো হয়ে সেই পথেই নিজেকে এগিয়ে নিয়ে যান। একসময় ‘জনতার আদালত’, ‘নিষ্পাপ আসামি’, ‘দেবী’, ‘পাপী’, ‘স্বপ্ন’ -র মত জনপ্রিয় সব সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে নব্বই দশকের পর হঠাৎ করেই যেন গায়েব হয়ে যান। প্রতিভা থাকা সত্ত্বেও যেন তাঁকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। তবে না, অভিনয় থেকে দূরে সরে গেলেও কিন্তু তিনি নিজেকে ব্যস্ত করিয়েছেন এক অন্যকাজে।
জানেন কি সেই কাজ? আসলে বর্তমানে ইন্দ্রানী দত্তর রয়েছে একটি নিজস্ব নাচের স্কুল। তার সেই নাচের স্কুল এখন ভারত বিখ্যাত। নিজস্ব ট্রুপ নিয়েই মাঝেমধ্যে চলে যান দেশ-বিদেশে শো করতে। আর সেই নাচের জন্যই অভিনয় থেকে দূরে তিনি। তবে ভালো চরিত্র পেলে অবশ্যই আবারো অভিনয় করবেন। মাঝে একবার শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের ‘বেলা শেষে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপরে এরপর জি বাংলার ‘জীবন সাথী’ নামের একটি সিরিয়ালেও অভিনয় করেন তিনি।
তবে সাক্ষাৎকারে কিন্তু ইন্দ্রানী অভিনয় না করার মন্তব্যে সরাসরি বলেছেন, তাঁকে কেউ ডাকেনি আর সে কারোর কাছে কাজ চাইতে যায়নি সেই কারণেই অভিনয় থেকে দূরে। ভালো অভিনেত্রী হয়েও যখন কেউ কোনো চরিত্র নিয়ে আসেননি তখনই বোঝা যাচ্ছে কেউ ইন্টারেস্টেড নয় সেই বিষয়ে। সব শেষে ইন্দ্রানী এটাও বলেন বিবাহিত মহিলাদের অভিনেত্রী হিসাবে গ্রহণযোগ্যতা কমে যায় সেটাও তিনি বুঝেছেন।