পর্দার ভুল বোঝাবুঝি এবার বাস্তবেও, স্বস্তিকার সঙ্গে ঝামেলা নিয়ে বিস্ফোরক ‘সূর্য’ দিব্যজ্যোতি
পর্দার দীপা ও সূর্য কি তাহলে সব সম্পর্ক শেষ করে দিলেন? এই গল্প অবশ্য স্ক্রিপ্ট নয় বরং বাস্তবের সাথে জড়িত।

পর্দার দীপা ও সূর্য কি তাহলে সব সম্পর্ক শেষ করে দিলেন? এই গল্প অবশ্য স্ক্রিপ্ট নয় বরং বাস্তবের সাথে জড়িত। শেষ হয়েছে বাস্তব জীবনেও তাদেরকে বন্ধুত্ব। দিন দশেক আগেই সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করে দিয়েছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) ও দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। আর সেই নিয়েই কার্যত জোড় গুঞ্জন তাহলে কি পর্দার সম্পর্ক শেষ করার আগেই বাস্তবের সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছেন।
কার্যত পাঁচ সপ্তাহ ধরে টানা বেঙ্গল টপার ছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে আগের সপ্তাহে প্রথমবার সেই জায়গা হারিয়ে ফেলেছে এই মেগা। দর্শকদের দাবি অনুরাগের ছোঁয়া’ ইউএসপি সূর্য-দীপার রসায়ন, সেটা নাকি পর্দাতেও দূরত্ব মনে হচ্ছে। যে কারণেই নবাগত ফুলকির সঙ্গে এবারের দ্বিতীয় স্থানে খুশি থাকতে হয়েছে। তবে চলতি সপ্তাহে আরও নিচে যাবার আসা দেখছে দর্শকরা। সূর্য কিন্তু মানতে না-রাজ তাঁদের ব্যক্তিগত সমস্যার প্রতিফলন টিআরপি তালিকায় ধরা পড়েছে। অভিনেতার সাফাই- ‘যদি সত্যিই এমনটা হত তাহলে দর্শকও তো মুখ ফিরিয়ে নিতেন পুরোপুরি। তা তো হয়নি। এ নিয়ে এর চেয়ে বেশি কথা না বলাই ভাল।’
গত মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বিভিন্ন কথা জানিয়েছিলেন। তার মধ্যেই দিব্যজ্যোতির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন ধারাবাহিক শুরু হবার থেকে আমাদের তেমন কথা হতো না। টবে ধীরে ধীরে অনেক সিন্ একসাথে থাকার ফলে একটা ভালো সম্পর্ক তৈরী হয়। দিব্যর সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ করে। ওর সঙ্গে আমার খুব স্ট্রং বন্ধুত্ব। তাই হয়তো দর্শকের মনে হয় আমরা প্রেম করি। সেটা কিন্তু একদম নয়।’ তাহলে হঠাৎ কি হলো কিছুদিনের মধ্যে যেখানে এমন বন্ধুত্ব ভেঙে গেল।
টিভিনাইন বাংলার সামনে দিব্যজ্যোতি মুখ খুলেছেন, তিনি বলেছেন “কেন আনফলো করলাম সে কারণ না হয় ব্যক্তিগতই থাক।” এর প্রতিফলন জগদ্ধাত্রী’ এক নম্বর স্থান দখল করা। সদ্য শুরু হওয়া ফুলকি দুই নম্বরে পৌঁছে গেছে। যদিও দুজনের মধ্যে আসল সমস্যা জানা যায়নি। তবে সেই সমস্যা পর্দার থেকে দূরে রেখে অভিনয়ে ধরা দিলেই অনুতাগের ছোঁয়া ও তাদের নিজেদের ক্যরিয়ারের জন্য ভালো হবে।