Icche putul : গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরেই গিনির কাছে হাতেনাতে ধরা পড়লো রূপ! প্রকাশ্য ইচ্ছে পুতুলের দুর্ধর্ষ পর্ব

এবার দেখা যাবে গিনি ও কিন্তু রূপের অন্য মেয়ের সাথে নোংরামি করা হাতে নাতে ধরবে। এরই মাঝেই প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব।

Icche Putul: ইচ্ছে পুতুলে কার্যত প্রতিদিনের এপিসোডে থাকছে চমক। সবেমাত্র গিনির সাথে রূপের বিয়ে হয়েছে। বাড়ি থেকে কনে গিয়েছে রূপের বাড়িতে। সেখানে যাওয়ার পর থেকেই একের পর এক বিপদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। সে বুঝতে পেরেছে ময়ূরীর বলা প্রত্যেকটা কথাই মিথ্যে ছিল। বরং মেঘ যা বলেছিল সেগুলোই সত্যি। রূপ মোটেই ভালো ছেলে নয়। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই রূপের নতুন রূপ দেখতে পাচ্ছে গিনি। একটার পর একটা মেয়ে নিয়ে বাড়িতে আসে বৌয়ের সামনেই।

Icche Putul:

Icche Putul

এদিকে শশুর বাড়ি যাওয়ার পর থেকেই মিনি, গিনিকে ফোন করে বারবার রূপের ব্যবহার নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। গিনিও, মিনিকে বলে সে কেন বারবার এমন প্রশ্ন করছে! মিনি জানায় এমনি সে জামাইবাবু সম্পর্কে জানতে আগ্রহী। বিয়ে করতে এসেও রূপ প্রচন্ড মধ্যপ অবস্থায় ধরা দিয়েছিলো। তাই মিনি সহ অনেকেই তার মাতলামি বেশ ভালোই প্রত্যক্ষ করেছিল । এমনকি মিনিকে রূপের জড়িয়ে ধরাও ভালো লাগেনি। বিয়ে নিয়ে সবাই ভীষণ খুশি হলেও নিজের মনকে কিছুতেই সায় দিতে পারছে না মিনি ও লাল।

তবে এবার দেখা যাবে গিনি ও কিন্তু রূপের অন্য মেয়ের সাথে নোংরামি করা হাতে নাতে ধরবে। এরই মাঝেই প্রকাশ্যে এসছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব। যেখানে রূপ সারা রাত বাইরে কাটিয়ে বাড়ি ফেরে। কার্যত গিনি তাঁকে জেরা করতে থাকে। গিনিকে রূপ জানায় সে অফিসের কাজেই বাইরে ছিল। এই কথায় গিনি বলে যদি সে সত্যিই বলবে তবে তার ব্লেজারে মেয়েদের লিপস্টিকের দাগ কিভাবে লাগলো? গিনির কথায় চমকে গিয়ে রূপ বলে সন্দেহ করছো নাকি! গিনি জানায় না শুধু জিজ্ঞাসা করছি।

এখানে পড়ুন: সোয়েল দত্তের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাংলা মিডিয়াম’-এর নায়িকা! ভাইরাল ভিডিও

Icche Putul

মেঘ বারংবার গিনিকে বারণ করেছিল রূপকে বিয়ে না করতে। তবে সে মেঘের কথা পাত্তা দেয়নি। গাঙ্গুলী পরিবারের সকলের সামনে কী তবে খুলে যাবে রূপের আসল রূপ? জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে ইচ্ছে পুতুলের সকল এপিসোড। যদিও ধারাবাহিকের এমন কোন পর্ব চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো প্রকাশ্যে আসেনি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজ গুলির তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। গল্পে আদৌ এমন কোন দৃশ্য থাকবে কিনা তা বলা স্লিম্ভব নয়। কিন্তু অতি অবশ্যই এই ধরণের গল্পের জন্যই দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন।