Icche Putul: আবার একসাথে হবে মেঘ-নীল, বিয়ের মন্ডপে ময়ূরীর সিঁথি রাঙিয়ে দেবে জিষ্ণু, মহা ধামাকা পর্ব আসছে ইচ্ছে পুতুল সিরিয়ালে
আর নীল সম্প্রতি নীল, ময়ূরী অর্থাৎ মেঘের দিদিকে আবার বিয়ে করবে বলে জানিয়েছেন।

Icche Putul: নীল তো ডিভোর্স দিতে চলেছে মেঘকে। তাহলে কী এবার সত্যিই জিষ্ণুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে মেঘের? আপাতত ‘ইচ্ছে পুতুল’ দর্শকদের এই ধরণের প্রশ্নের উত্তর ঘুর পাক খাচ্ছে সম্পূর্ণ সময়ে। কি হবে তাদেরকে জীবন, আর কোন দিকেই মোড় নেবে মেঘ ও নীলের সম্পর্ক। সম্পর্ক ভেঙেছে তা নিশ্চয়ই পর্বের মধ্যে আপনারা দেখেছেন। আর নীল সম্প্রতি নীল, ময়ূরী অর্থাৎ মেঘের দিদিকে আবার বিয়ে করবে বলে জানিয়েছেন।
Icche Putul :
তবে এতকিছুর পরেও নীলের স্ত্রী হওয়া হয়তো হবেনা ময়ূরীর কারণ আগামী পর্বগুলোতে এমনই জমজমাট এপিসোড দেখা যাচ্ছে। ময়ূরী কণের বেশে মন্ডপে বসে থাকবে। বিয়ে হবার কথা নীলের সাথে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীল গিয়ে আবারো মেঘের হাত ধরবে, ক্ষমা চাইবে ও সম্পর্ক ঠিক করার কথা বলবে। আবারো কি ময়ূরী লগ্ন ভ্রষ্টা হবে? কিন্তু এবার লগ্নভ্রষ্টা হতে হবে না ময়ূরীকে আর সেই টুইস্ট ও লুকিয়ে আছে ধারাবাহিকের পর্বে।
এখানে পড়ুন : অবশেষে সূর্য জানলো সোনা ও রুপার আসল মায়ের পরিচয়, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়েলের দুর্ধর্ষ প্রোমো
সেই বিয়েতে উপস্থিত ছিল মেঘের নতুন বন্ধু জিষ্ণু। আর এসব ঘটনা হবার পরেই মেঘের অনুরোধে এবার ময়ূরীর সিঁথি রাঙিয়ে দেবে জিষ্ণু। কিন্তু জিষ্ণুকে কতটা মেনে নেবে ময়ূরী? মেঘকে ক্ষমা কি করতে পারবে সে? নাকি এই কাজের জন্য আবারো দুই বোনের মধ্যে শুরু হবে সংঘাত। আদতে চ্যানেল কতৃপক্ষ এখনও এই ধরণের প্রমো সামনে আনেনি। বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই প্রমোগুলি কি আদৌ সত্যি তা নিয়ে জল্পনা আছে। জানতে হলে অপেক্ষা করে থাকতে হবে কিছুদিন।
প্রথম দশে নেই ইচ্ছে পুতুল ধারাবাহিক। অনেক দিন হলো নিজের জায়গা হারিয়ে ফেলেছে। তবে আবারো একবার কার্যত নিজেদের জ্বালিয়ে উঠতে দেখা যাচ্ছে নির্মাতাদের। মেঘের এবং মেঘের বাবার বলিষ্ঠ কথার আদান-প্রদান আরো বেশি মুগ্ধ করেছে মানুষকে। সাথেই আছে নীল ও মেঘের ঝামেলার মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে আছে তা নিয়ে বেশি কৌতূহলী দর্শক।