শ্বশুরবাড়ির অত্যাচারে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন শিমুল, নতুন ট্যুইস্ট ‘কার কাছে কই মনের কথা’ গল্পে
বঙ্গ ধারাবাহিক জগতের বর্তমানে একটি জমজমাট ধারাবাহিক হয়ে উঠেছে 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকটি।

Kar Kache Koi Moner Kotha Serial Update: বঙ্গ ধারাবাহিক জগতের বর্তমানে একটি জমজমাট ধারাবাহিক হয়ে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে রয়েছে তুঙ্গে। শুরু থেকেই প্রতিটি দর্শকের নজর কেড়ে আসছে এই ধারাবাহিকটি। এমনকি টিআরপি রেটিং তালিকাতেও এটি জায়গা করে নিয়েছে শীর্ষে। তবে ইতিমধ্যে আরো বেশি জমজমাট হয়ে উঠেছে এটি।
এবার অবশেষে প্রতিদিনের অপমানের জবাব দিতে চলেছে শিমুল। রোজ রোজ বাপেরবাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি আর মেনে নিতে পারছে না শিমুল। তাহলে কি এবার শিমুলের সম্পর্ক গড়াবে ডিভোর্সে? এমনটার স্পষ্টভাবে আন্দাজ না পাওয়া গেলেও অবশেষে মুখ খুলতে দেখা গেল শিমুলকে। শিমুলকে এবার প্রকাশ্যে সকলের সামনে তার শাশুড়ির সত্যতা ফাঁস করতে দেখা গেল। যেহেতু শিমুলের শাশুড়ি একসময় নিজেও নিপীড়িত হয়েছেন তাই তিনি শিমুলকে কষ্ট দিয়ে আনন্দ পান। আর শিমুলের মুখে এই কথা শুনে মুখে কুলুপ এটে যায় শিমুলের শাশুড়ির।
শিমুলের শাশুড়ির বর্তমানে একটাই বক্তব্য কেন শিমুল কাউকে না জানিয়ে পাড়ার অনুষ্ঠানে গেল। আর কেন সে সেখানে গিয়ে নাচ-গান করল। এনিয়ে শিমুলের প্রতি গুরুতর অভিযোগ তুলেছে তার শাশুড়ি। শিমুলের এধরনের মিথ্যাচারিতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার শাশুড়ি। যদিও শিমুলের বক্তব্য যে সকলকে জানালে তাকে সেখানে যেতে দেওয়া হতো না।
অপরদিকে বিপাশা বলে যে আগামী শনিবার তারা বেড়াতে যাচ্ছে। তার সাথে শিমুলও যাবে। তাই সে আগে থেকেই বলে রাখছে যাতে কেউ এনিয়ে কোনোরকম অশান্তি না করে। যদিও পরাগের বক্তব্য ভিন্ন। সে কোনোভাবেই বাড়ির নিয়মকে লংঘন করতে দেবে না। এমনকি শিমুলকে সরাসরি জানিয়ে দেয় যে সে নিয়ম মেনে চলতে না পারলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে।