বড় ষড়যন্ত্রের শিকার কুশ ও পাখি, ফাঁস রাঙা বউয়ের দুর্ধর্ষ প্রোমো
ধারাবাহিক 'রাঙা বউ'-এর ঘটনা এবার অন্যদিকে মোড় নিয়েছে। কুশ ও পাখি জোড় কদমে নিজেদের স্বপ্নের ব্যবসা গড়ে তুলছে ধীরে ধীরে।

ধারাবাহিক ‘রাঙা বউ’-এর ঘটনা এবার অন্যদিকে মোড় নিয়েছে। কুশ ও পাখি জোড় কদমে নিজেদের স্বপ্নের ব্যবসা গড়ে তুলছে ধীরে ধীরে। পৈতৃক বাড়ি ‘পেয়ারি ভবন’ বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল দুই ছোট ছেলে কিরণ ও সমর। যেন তেনো প্রকারে তার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ২ ছেলে ও পুত্রবধূদের বাড়িতে থাকতে দেওয়া হবে কি না, এই সিদ্ধান্ত পাখি ও কুশের উপর ছেড়ে দিয়েছিলেন বড়কর্তা অর্থাৎ তরুণজ্যোতি। যদিও তারা থাকতে দিয়েছেন। তবে এবার কুশ ও পাখি কার্যত বড়সড় ষড়যন্তের শিকার হয়েছে।
মিনিট কয়েক আগে এসেছে নতুন একটি প্রমো যেখানে দেখা গেছে গল্পের মোড় সম্পূর্ণ বদলে যেতে। পাখি ও কুশ একটু আলতার বিশাল বড়ো অর্ডার পেয়েছে। যার ফলে অনেক আলতা ভর্তি পেটি বাড়ির মধ্যে নিয়ে এসে রাখছে। সবাইকে বলছে। তবে এই দৃশ্য সহ্য হচ্ছে না কিরণ ও সমরদের। কিভাবে তারা পাখির খুশি দূর করবে সেই ফন্দি আঁটতে থাকে। সাথে সাথে ভিডিওতে দেখা যায় পুলিশের প্রবেশ।
পুলিশ এসে সরাসরি কুশের সাথে কথা বলে। পুলিশ জানায় -‘আমাদের কাছে খবর আছে এখানে আলতার আড়ালে কিছু অসামাজিক কাজ হয়। তাই আমাদের সার্চ করতে হবে’। এই কথা শুনে সকলেই চমকে যায়। পুলিশ বাহিনী সাথেসাথেই আলতার বক্স খুলে সার্চ করে ও ভিতরে থেকে ড্রাগস্ -এর প্যাকেট উদ্ধার করে। তাহলে কি কুশ ও পাখি আলতার ব্যবসার পিছনে এই ধরণের অসামাজিক কিছু কাজ করতো?
যদিও সোম থেকে শনি রাত ৮:৩০ থেকে জমজমাট এই এপিসোড দেখা যাবে জি বাংলার পর্দায়। পুলিশ কি ধরে নিয়ে যাবে কুশ ও পাখিকে? কি হবে তাদেরকে স্বপ্নের ব্যবসার? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রতিটি পর্বের মধ্যে। চলতি সপ্তাহেও ৭.৫ নম্বর নিয়ে শ্রুতি দাসের এই মেগা বেঙ্গল টপারে চতুর্থ স্থান দখল করেছে। এই সপ্তাহে যে প্রথম তিন মেগার মধ্যে জায়গা করবেই তা বলার অপেক্ষা রাখে না।