Trp List: সিংহাসন হারিয়ে কত নম্বরে নেমে এল ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল? রইল সম্পূর্ণ TRP তালিকা

এই সপ্তাহে প্রথম তিন থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী।

TRP List: বৃহস্পতিবার মানেই মেগা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। আর আবারো একবার সেপ্টেম্বর মাসের মাঝের সপ্তাহের রিপোর্ট কার্ড এসে গেছে। আগের সপ্তাহে কারা কেমন পারফর্ম করল, সেই ফলাফল এদিন রেটিং চার্টে উঠে আসে। এই সপ্তাহে টিআরপি তালিকা নিয়ে শুরু থেকেই ছিল বাড়তি আকর্ষণ। তবে কার্যত এক বিরাট অঘটন লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে প্রথম তিন থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী।

Trp List:

Trp list

 

কথা বাড়ানোর আগে দেখেনিন এই সপ্তাহের সেরা দশ মেগার তালিকা –

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৮)

দ্বিতীয়- ফুলকি (৮.৩)

তৃতীয়- নিম ফুলের মধু (৮.২)

চতুর্থ- জগদ্ধাত্রী (৮.০)

পঞ্চম- রাঙা বউ (৭.৫)

ষষ্ঠ- সন্ধ্যাতারা/ কার কাছে কই মনের কথা/ হরগৌরী পাইস হোটেল (৬.৭)

সপ্তম- খেলনা বাড়ি (৬.৪)

অষ্টম- Love বিয়ে আজকাল (৬.১)

নবম- তুঁতে (৬.০)

দশম- বাংলা মিডিয়াম (৫.৫)

দুই সপ্তাহ পরে আবারো (৮.৮) প্রথম স্থানে ফিরলো সূর্য-দীপা। অন্যদিকে শুরুর পর থেকেই প্রথম তিনে ঠাঁই হয়েছে অঙ্কিতা মল্লিক-সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের। সেই জায়গায় এই সপ্তাহে চার নম্বরে নেমে গিয়েছে জগদ্ধাত্রী (৮.০)। অন্যদিকে প্রথম সপ্তাহেই অভিজ্ঞ গৌরী এলো-হারিয়ে স্লট লিডার ‘তোমাদের রাণী’ (৪.৪)। তবে রাণী আর দুর্জয়ের গল্প প্রথম সপ্তাহে সেরা দশের তালিকায় জায়গা পায়নি ঠিকই।

Trp List

দু-নম্বর স্থানে রয়েছে ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৮.৩। জগদ্ধাত্রীকে টপকে এবার তিন নম্বরে উঠে এসেছে পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’। দত্ত বাড়ির খুনসুটিতে মজে আছেন দর্শকরাও। পাঁচ নম্বরেও অবশ্য রয়েছে সেই জি বাংলারই রাঙা বউ (৭.৫)। ষষ্ঠস্থানে অবশ্য এবার একসঙ্গে রয়েছে তিনটি মেগা। সন্ধ্যাতারা, কার কাছে মনের কথা এবং হরগৌরী পাইস হোটেল। কার্যত যদিও দর্শকরা এমন রেটিং চার্ট দেখা যায়নি। জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভূর কেমিস্ট্রি যে দর্শকদের মনে ধরছে না তা প্রমান মিলছে। নিজেদের ব্যক্তিগত কারণেই এই পতন তা অনেকে ভাবছেন।