৯০ দশকের সুপারহিট গানে বৃষ্টিতে ভিজে গানে উদ্দাম নাচ ভোজপুরি অভিনেত্রীর, ভাইরাল ভিডিও
বৃষ্টিভেজা দিনে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিতকে (Priyanka Pandit) শাড়ির আঁচল উড়িয়ে আবেদনময়ী ভঙ্গিতে নাচ করতে দেখা যায়।

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভোজপুরী ফিল্মের গানের ভিডিও প্রায়শই দেখতে পাওয়া যায়। ভিডিওর উচ্চস্বরের মিউজিক ও উষ্ণ দৃশ্যই ভোজপুরী গানের ভিডিওগুলোর ইউএসপি। অনেকেই ভোজপুরী গান বিভিন্ন অনুষ্ঠানে বা পিকনিকের সময় বাজিয়ে মজা করে নাচ করে থাকেন। কেউ কেউ আবার ভোজপুরী গানের ভিডিও দেখতে পছন্দ করেন। সে কারণ যাই হোক না কেন, সময়ের সঙ্গে ভোজপুরী গানের চাহিদা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
বর্তমানে ভোজপুরী গানগুলোর বিচরণ শুধুমাত্র সিনেমার মধ্যে বা মিউজিক সিস্টেমেই সীমাবদ্ধ নেই। এইগুলো আজকাল সোশ্যাল মিডিয়াতেও খুব সহজে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ভোজপুরী গানের ভক্তদের অনেকেই ভোজপুরী গানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন বা পোস্ট করে থাকেন। সেইগুলো অনেক সময়েই অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে পড়লে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি একটি ভোজপুরী অভিনেত্রীর ভিডিও (Bhojpuri Actress Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে বৃষ্টিভেজা দিনে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিতকে (Priyanka Pandit) শাড়ির আঁচল উড়িয়ে আবেদনময়ী ভঙ্গিতে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় গায়ক আদনান শামীর (Adnan Sami) ‘ভিগী ভিগী রাতো মে ফির তুম আও না’ (Bheegi Bheegi Raton Mein Fir Tum Aao Na) গান। সেই গানের তালেই সাদা পলকা ডটযুক্ত লাল রঙের ব্লাউজ ও ফ্লোরাল প্রিন্ট বিশিষ্ট আকাশি রঙের শাড়ি পরে আবেদনময়ী অঙ্গিভঙ্গি প্রদর্শন করতে দেখা যায় অভিনেত্রীকে। বৃষ্টির জলে তাঁর শাড়ি ও ব্লাউজ উভয়ই ভিজে গেছিল। বৃষ্টিভেজা চুল তাঁর সাজে আলাদাই মাত্রা এনে দিয়েছিল।
ভিডিওটি পোস্ট করেছেন খোদ অভিনেত্রী প্রিয়াঙ্কা পন্ডিতই। তিনি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকে, ‘বর্ষাৎ’। এর বাংলা তর্জমা হল ‘বর্ষা’। বুঝতে অসুবিধা হয়নি যে, ভিডিওটি পোস্ট করার মাধ্যমে বৃষ্টির দিনটা তিনি নিজের মতো করে উপভোগ করছেন, সেটা বোঝাতে চেয়েছেন। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন।