হঠাৎ বন্ধ গাড়ি চলাচল! রাস্তা দিয়ে পার হচ্ছে বিশালাকার ‘ব্ল্যাক মাম্বা’ সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
একটি বিশালাকার কালো কুচকুচে ব্ল্যাক মাম্বা সাপ প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করছে। আর যাকে দেখে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই এলাকা জুড়ে।

Viral Video: নিঃসন্দেহে বর্তমানে প্রতিটি মানুষের সময় কাটানোর একটি অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। যার মাধ্যমে মানুষ সময় কাটানোর পাশাপাশি নিজেদের প্রতিভাগুলোকেও তুলে ধরতে পারছে বেশ ভালোভাবে। এমনকি এর মাধ্যমে প্রতিমাসে একটি মোটা অঙ্কের টাকাও রোজগার করে নিচ্ছেন একাধিক মানুষ। এক কথায় এই সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের মানুষের কাছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছে।
সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যাবে সেখানে বিভিন্ন টপিকের ভিডিও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কোথাও চোখে পড়ছে মানুষের তো আবার কোথায় চোখে পড়ছে বিভিন্ন পশু-পাখিদের ভিডিও। আর এই পশু-পাখিদের ভিডিও গুলোই একশ্রেণীর মানুষের কাছে মূল আকর্ষণীয় বিষয়। বিশেষ করে বিভিন্ন সাপেদের ভিডিওগুলো। বাস্তবে প্রতিটি মানুষ সাপ দেখলে ভয় পেলেও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলোকে বেশ আনন্দের সহিতই উপভোগ করেন প্রত্যেকে।
সম্প্রতি সেরকমই আরো একটি সাপের ভিডিও তুমুল নজর কাড়লো প্রতিটি নেট নাগরিকের। আর এই ভিডিওটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা (Black Mamba)-র। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিশালাকার কালো কুচকুচে ব্ল্যাক মাম্বা সাপ প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করছে। আর যাকে দেখে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই এলাকা জুড়ে। কারন এই প্রজাতির সাপ এতটাই বিষাক্ত যে এর এক ছোবলেই যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে।
লোমহর্ষক এই ভিডিওটি প্রায় বছরখানেক আগে ‘Nick Evans- Snake Rescuer’ নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়। যা বর্তমানে নেট দুনিয়ার একটি অন্যতম আকর্ষণীয় একটি টপিক। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটিকে। তার সাথে ভিডিওটিকে পছন্দ করেছেন প্রায় ২ হাজারের কাছাকাছি মানুষ। আর ভিডিওটির কমেন্টবক্সে বিভিন্নরকম মন্তব্য করতে দেখা গিয়েছে একাধিক মানুষকে। অর্থাৎ নেট নাগরিকেরাও এধরনের বিষাক্ত প্রজাতির সাপ দেখে যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন তা এর থেকে প্রমাণ মেলে।