৪৮ বছরেও উপচে পড়ছে যৌবন, ফাঁস হল ঐশ্চর্য রাই বচ্চনের স্কিন কেয়ার রুটিন
সৌন্দর্য ও প্রতিভার অপূর্ব মিশ্রণ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সৌন্দর্যে ও এলিগেন্সে তাঁকে যেমন টেক্কা দেওয়ার কেউ নেই।

সৌন্দর্য ও প্রতিভার অপূর্ব মিশ্রণ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সৌন্দর্যে ও এলিগেন্সে তাঁকে যেমন টেক্কা দেওয়ার কেউ নেই, তেমনই অভিনয়েও তাঁর জুড়ি মেলা ভার। ইন্ডাস্ট্রি বলিউড হোক, টলিউড হোক বা সাউথ ইন্ডিয়ান সর্ব ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ ছেড়েছেন তিনি।
৯০ দশকের এই নায়িকা আজও পুরুষদের রাতের ঘুম ওড়াতে সক্ষম। তাঁর রূপের জেল্লা আজও অক্ষুণ্ন। এখনও আবেদনময়ী একটা চাউনি দিয়েই তিনি পুরুষ অনুরাগীদের ঘায়েল করার ক্ষমতা রাখেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাজারের কেমিক্যালজাত প্রসাধনী ব্যবহার করার পরিবর্তে ঘরোয়া প্যাক সহযোগে তিনি রূপচর্চা করেন। নিম্নে সেই সমস্ত প্যাক সম্পর্কেই বিস্তারে আলোচনা করা হল।
■ ঐশ্বর্য রাই বচ্চন ঘরোয়া রূপচর্চার জন্য ব্যবহার করতেন একাধিক প্যাক। নিম্নে তাঁর তিন ধরনের ফেস প্যাক নিয়ে আলোচনা করা হল।
১. একটি পাত্র নিয়ে সেটাতে শসার রস (১ টেবিল চামচ) ও আলুর রস (১ টেবিল চামচ) নিয়ে মুলতানি মাটি (১.৫ চামচ) দিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিলেই ফেসপ্যাক তৈরি।
২. বেসন (১ টেবিল চামচ) একটি পাত্রে নিয়ে সেটাতে প্রথমে টমেটোর রস (১ টেবিল চামচ) ও পরে শসার রস (১ টেবিল চামচ) মেশাতে হবে। তৈরি হয়ে গেল একটি দারুণ ফেসপ্যাক।
৩. একটি প্রথমে শসা কুঁচি (৩ টেবিল চামচ) নিতে হবে। টক দই ও মধু যোগ করতে হবে। টক দই ও মধুর পরিমাণ হবে যথাক্রমে ১ টেবিল চামচ ও ১/২ টেবিল চামচ। সবটা ভালো করে মিশিয়ে নিলেই একটি ভালো ফেসপ্যাক প্রস্তুত তৈরি হয়ে যাবে।
[Disclaimer: প্রতিবেদনে উল্লিখিত কোনো উপাদানে কারোর কোনো এলার্জি থাকলে, তাঁর সেই উপাদান ব্যবহার করা উচিত নয় এবং ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।]