Bollywood Actress: বোনের জন্মদিনে ছোটবেলার ছবি আপলোড করে উইশ করলো দিদি, দেখুন তো চিনতে পারেন কি না?

এরা কাপুর পরিবারের সন্তান। মা-বাবা দুজনেই বলিউডের নামী অভিনেতা ছিলেন। এবার নিশ্চয়ই চিনতে পেরে গেছেন।

Bollywood Actress: একজন পশ্চাশের থেকে এক কম, আর অন্যজন সদ্য পা দিলেন ৪৩ বছরে। দুই বোন পিঠাপিঠি। ছোটবোনের আজ জন্মদিন। ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন বড় দিদি। ছোট দুজনেই ফটোই আজ হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। ভালো করে দেখুন এই ফটো কি চিনতে পারচ্ছেন? চলুন কিছু টিপস দেওয়া যাক আপনাদের। এরা কাপুর পরিবারের সন্তান। মা-বাবা দুজনেই বলিউডের নামী অভিনেতা ছিলেন। এবার নিশ্চয়ই চিনতে পেরে গেছেন।

Bollywood Actress :

Optical Illusion

ফটোতে বাঁ দিকে যাকে দেখা যাচ্ছে তিনি বড়ো দিদি করিশ্মা কাপুর (Karishma Kapoor)। অন্যদিকে ডান দিকে লাল রঙের পোলকা ডটের পোশাক পরে বসে আছেন তিনি বলিউডের বেবো করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। বৃহস্পতিবার ৪৩ বছরে পা দিলেন অভিনেত্রী। বেবোর জন্মদিনের উৎসব শুরু হয়ে গেল বুধবার মধ্যরাত থেকেই। বোনের জন্মদিনে কেক কাটার ছবি শেয়ার করলেন করিশ্মা। কালো রঙের জন্মদিনের কেক আনা হয়েছিল, যার উপরে সোনালি বল দিয়ে সাজানো। সোনালি রঙেরই মোমবাতি। কেকের উপরে লেখা ‘জানে জান হ্যাপি বার্থ ডে’।

এখানে পড়ুন: নির্লজ্জতার সমস্ত সীমা পার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি, ভুল করেও পরিবারের সামনে দেখবেন না

সোনালি রঙের কাফতান পোশাকে সেজেছিলেন করিনা। আর করিশ্মার পরনে কটনের সাদা কো-অর্ড সেট। ছবিগুলি বেবো নিজের ইনস্টাগ্রাম একাউন্টে আপলোড করেছিলেন। আবার ইনস্টাস্টোরিতে শেয়ার করে নিয়েছেন করিশ্মা। মাঝরাতে জন্মদিন উদযাপনের সেই মুহুর্ত সামনে আসতেই হাজার দর্শক দেখে নিয়েছেন সেই ছবি গুলি। করিনার সাথে তার স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) ও সাথে দুই ছেলে থাকলেও বর্তমানে করিশ্মা ডিভোর্সি। তিনি সন্তানদের নিয়ে একা জীবন কাটাচ্ছেন।

বৃহস্পতিবারেই নেটফ্লিক্সের পরিচালক সুজয় ঘোষের ‘জানে জান’ মুক্তি পেয়েছে। ক্রাইম থ্রিলার ড্রামায় ভরপুর আছে করিনার অভিনয়। লাল সিং চাড্ডা সিনেমায় আমির খানের (Amir Khan) বিপরীতে তাঁকে বড়ো পর্দায় শেষবারের জন্য তাঁকে দেখা গিয়েছিলো। কিন্তু বক্স অফিসে সে সাফল্য কুড়াতে পারেনি। অন্যদিকে দিদি করিশ্মা কাপুর অভিনয় থেকে নিজেকে বেশ সরিয়ে রেখেছেন। ৯০ দশকের সবথেকে বড়ো অভিনেত্রী তিনি।