কি কারনে আজও বিয়ে করেনি অভিনেত্রী তাবু! অবশেষে নিজের জীবনের গোপন কথা ফাঁস করলেন নায়িকা

কোনো ছেলে আমার সঙ্গে কথা বলতে এলেই এঁরা তাঁকে মারধোরের হুমকি দিত, তাড়িয়ে দিত। আমার অবিবাহিত হওয়ার পিছনে দায়ী অজয়ই!

নব্বই দশকের এক জনপ্রিয় অভিনেত্রী তাবু (Tabu) ওরফে তাবাসসুম ফাতিমা হাশমি (Tabassum Fatima Hashmi)। দেশের সবাই তাঁকে তাঁর মঞ্চনাম তাবু সূত্রেই চেনেন। ভিন্ন রকমের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁকে অভিনয় প্রদর্শন করতে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া হলিউড মুভিতে দেখা গেছে তাঁকে। তাবুর ঝোলায় রয়েছে ৪টি সমালোচক পুরস্কার, ২টি জাতীয় পুরস্কার ও ৬টি ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়াও তিনি পদ্মশ্রী সম্মাননাতেও ভূষিত হয়েছেন।

তাবুর কর্মজীবন রঙিন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনও বেশ রঙিন থেকেছে। বর্তমান বয়স ৫১ হলেও তিনি বিবাহিত নন। তিনি কেন বিয়ে করেননি, এই নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। তবে এসবের মাঝেও বসন্ত ঠিক এসেছিল তাঁর জীবনে। একবার নয়, একাধিকবার! প্রচলিত গুঞ্জন অনুযায়ী, কখনও সঞ্জয় কাপুরের সঙ্গে, কখনও সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে, আবার কখনও আক্কিনেনি নাগার্জুনার (প্রায় ১০ বছর প্রণয় বন্ধনে আবদ্ধ ছিলেন তাবু) সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে যে নামটির সঙ্গে তাবুর নাম সবচেয়ে বেশি চর্চায় থেকেছে, সেটি হল অজয় দেবগণ (Ajay Devgan)।

দাবি করা হয়, অজয় ও তাবু শৈশবকালের বন্ধু। এই তথ্য তিনি স্বয়ং এক সাংবাদিক সাক্ষাৎকারে দিয়েছিলেন। প্রায় ৮ বছর আগে ২০১৭ সালের সেই সাক্ষাতে তিনি জানিয়েছিলেন, অজয় দেবগণের কারণেই তিনি আজ নাকি অবিবাহিত। ঠিক কী বলেছিলেন তাবু? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক।

তাবুর কথায়, “আমি ও অজয় একে অপরের ২৫ বছর ধরে পরিচিত। অজয় ছিল আমার খুড়তুতো ভাই সমীর আর্যর ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। আর্য ও অজয় দুইজনে আমার উপর নজরদারি চালাতো। কোনো ছেলে আমার সঙ্গে কথা বলতে এলেই এঁরা তাঁকে মারধোরের হুমকি দিত, তাড়িয়ে দিত। আমার অবিবাহিত হওয়ার পিছনে দায়ী অজয়ই! আশা করি পুরোনো ভুলটার জন্য ও অনুতপ্ত বোধ করবে”। এই সবটাই অবশ্য তাবু মজার ছলে বলেন। উল্লেখ্য, তাবু ও অজয়কে ‘গোলমাল এগেইন’, ‘বিজয়পথ’, ‘তক্ষক’, ‘হকিকত’-এর মতো একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।