Viral Video: সবুজ ধানের জমি থেকে অসাধারণ কায়দায় মাছ ধরছে সুন্দরী বৌদি, ভাইরাল ভিডিও

বৌদিকে দেখা যাচ্ছে তিনি জমির আলের কাছে এসে একটি জালের সাহায্যে অভিনব কায়দায় মাছ ধরছেন।

Viral Video: বহু যুগ ধরেই লেখকদের কবিতার মাধ্যমে গ্রাম বাংলার সৌন্দর্য ফুটে উঠেছে বারবার। বারবার গ্রামের সৌন্দর্যে ভরা ভাষা কবিদের লেখনীতে জায়গা পেয়েছে। গ্রাম বাংলার অলিতে গলিতে যে কতটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা ইট-কাঠ-পাথরে ঘেরা শহুরে জীবন থেকে উপভোগ করা সম্ভব নয়। যার কারণে বহু মানুষ শহরের কোলাহল থেকে মুক্তি পেতে বারবার ছুটে চলে আসে এই গ্রামের টানে। তবে ব্যস্ততায় ভরা এই জীবনের কারণে গ্রামের এই অপরূপ সৌন্দর্য থেকে বঞ্চিত হয় বহু মানুষ। তবে বর্তমানে সেই সুযোগ এনে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে মাঝে মাঝেই ভাইরাল ( Viral Video)  হয় মনোমুগ্ধকর বিভিন্ন গ্রাম্য দৃশ্য।

Viral Video :

Viral Video

সম্প্রতি সেরকমই একটি গ্রাম্য দৃশ্যের ভিডিও উঠে এলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক বৌদি মাঠের ভেতর দিয়ে হেঁটে চলেছেন। এরপর ওই বৌদিকে দেখা যাচ্ছে তিনি জমির আলের কাছে এসে একটি জালের সাহায্যে অভিনব কায়দায় মাছ ধরছেন। এমনকি তাঁর জালে উঠেছে অনেক মাছ। তিনি যেই দক্ষতার সাথে অভিনব কায়দায় মাছ ধরছেন তা সত্যিই প্রশংসনীয়‌। এর মাধ্যমেই প্রমাণ মেলে নির্ভেজাল গ্রাম্য মানুষের মনের।

এখানে ক্লিক করে দেখুন:  নদীতে জাল ফেলে দুর্দান্ত কায়দায় মাছ ধরছে সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video

এছাড়াও ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই বৌদির জালে ওঠা মাছগুলিকে এক এক করে তুলে একটি নির্দিষ্ট জায়গায় রেখেছেন তিনি। পাশাপাশি তিনি ভিডিওটির মাধ্যমে সকলকে পরামর্শ দিয়েছেন যে একবার মাছ ওঠার পর ওই জালকে সেখানেই ফেলে রাখা উচিত। কারণ এতে পরের বার আরও বেশি পরিমাণে মাছ ওঠে। দৃশ্যটি খুবই সাধারণ হলেও অনেকেরই মাছ ধরার এই ভিডিওটি ব্যাপক নজর কেড়েছে। যার কারণে ভিডিওটি সোশ্যাল মাধ্যমে পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

Viral Video :

প্রায় বছর দুয়েক আগে ‘রাজবংশী ইউটিউবার পল্লবী’ (Rajbongshi Youtuber Pallabi) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় মাছ ধরার এই ভিডিওটি। যা বর্তমানে পৌঁছে গিয়েছে প্রায় ১১ মিলিয়ন অর্থাৎ ১১ লক্ষ মানুষের কাছে। পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন ১৭ হাজারের কাছাকাছি মানুষ ও তিন হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটির কমেন্টবক্সে কমেন্ট করে ধন্যবাদ জানিয়েছেন ওই বৌদিকে।