চিৎ হয়ে উল্টে পরে রয়েছে অসহায় কচ্ছপ, সাহায্য করতে এগিয়ে এলো মোষ, ভাইরাল ভিডিও

মূলত একটি কচ্ছপকে চিৎ হয়ে উল্টে পড়ে থাকতে দেখা যায়। অনেক চেষ্টা করার পরেও সোজা হতে ব্যর্থ হয়ে যায় কচ্ছপটি।

ভালোবাসা একটা আবেগ, একটা অনুভূতি যেটা মুখে বলে বর্ণনা করা সম্ভব নয়। এই অনুভূতি শুধুমাত্র যে মানুষের মধ্যে আছে তা নয়। বন্য জন্তু ও পোষ্য পশুপাখি সবার মধ্যে এই অনুভূতি বর্তমান। পোষ্য পশুপাখি ও বন্য জন্তুদের অনেক ভিডিওতেই মাতৃত্ব বোধ, প্রেম অনুভূতি প্রভৃতি ভিডিওরূপে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে।

তবে একটা প্রশ্ন অনেক সময়েই মনে উঠে থাকে। মাতৃত্ব বোধ ও প্রেমানুভূতি তো না হয় হল। বন্য প্রাণীর মধ্যে কি অপর প্রজাতির প্রাণীদের সাহায্য করার ইচ্ছা দেখা গিয়েছে? এর উত্তর হল হ্যাঁ। মানুষের মতো কথা বলতে না পারলেও বন্য প্রাণীরাও অন্য প্রজাতির সাহায্য করার জন্য এগিয়ে আসে। বহুবার বন্য প্রাণীদের এই রূপ ধরা পড়তে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

এইবারে এমনই এক নতুন ভিডিও সম্প্রতি ভাইরাল হতে দেখা গেল, যেখানে এক মোষকে কচ্ছপের সাহায্য করার জন্য এগিয়ে আসতে দেখা গেল। ভিডিওটিতে মূলত একটি কচ্ছপকে চিৎ হয়ে উল্টে পড়ে থাকতে দেখা যায়। অনেক চেষ্টা করার পরেও সোজা হতে ব্যর্থ হয়ে যায় কচ্ছপটি। এই অবস্থায় কচ্ছপটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে একটি মহিষ। মহিষের চেষ্টায় অবশেষে কচ্ছপটি সোজা হতে পারে। এক্ষেত্রে মহিষটি নিজের সিং-এর ব্যবহার করে কচ্ছপটিকে শেষ পর্যন্ত সফলভাবে সোজা করতে পারে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডগ্স এন্ড ওয়াইল্ড অ্যানিম্যাল্স’ (Dogs and Wild Animals) নামক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটিতে মহিষের ছোট্ট প্রচেষ্টা সফলভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং অনেক মানুষ লাইক করেছেন।