Viral Video: ইটের উপর ফনা তুলে দাড়িয়ে আছে দুটি বিষধর কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি সাদা রঙের কিং কোবরা ইটের উপরে ফণা তুলে দাঁড়িয়ে আছে। কার্যত সাপটির লম্বায় উচ্চতা হবে ৮-১০ ফুট। তবে সে একা নয়।

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয় বিভিন্ন সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেটিজেনদের। আগে সাপ (Snake) দেখলেই গা শিউরে উঠতো কিংবা হাড় হিম করা সেসব ভিডিও দেখতে চাইতেন না কেউই। তবে সময় বদলেছে সাপেদের নিয়ে চর্চা করতে শুরু করেছে সবাই। আর সে কারণেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহরহ দেখা যায় এই ধরণের ভিডিও।

Viral Video:

কিন্তু বর্তমানে যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সম্পূর্ণ অন্যরকম। আজ আপনাদের দেখাবো দুটি কিং কোবরা সাপের ভিডিও। কোনোদিন আপনারা আজকের মতো এমন দুর্ধর্ষ ভিডিও দেখেননি তা বলতেই হবে। ভিডিওতে দেখা গেল, একটি সাদা রঙের কিং কোবরা ইটের উপরে ফণা তুলে দাঁড়িয়ে আছে। কার্যত সাপটির লম্বায় উচ্চতা হবে ৮-১০ ফুট। তবে সে একা নয়।

তার পাশেই কালো ও সোনালী রঙের আরেকটি কিং কোবরা ফণা তুলে একইভাবে দাঁড়িয়েছিলো। পাশাপাশি এমন কিং কোবরা দেখলে আপনার শরীরের ভিতরের হাড় ঠান্ডা হয়ে যাবে তা স্পষ্ট। কালো সাপটি ফণা তুলে যখনই ছোবল মারতে গেছে সে আবার নিচে পরে যেতেও দেখা গেল। বেজায় ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও।

Cobra Snake Viral Video :

ইউটিউবের ‘Mobaraksnakesaver’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সচরাচর এমন ভিডিও দেখা যায় না সেই কারণেই নেটিজেনদের উত্তেজনা বোঝা সম্ভব হচ্ছে হাজার হাজার ভিউজের মধ্যে দিয়ে। আপনিও দেখুন এই ভিডিও তবে নেক্সট নিউজ আপনাদের জানাচ্ছে দুর্বল হৃদয়ের ব্যক্তিদের এই ভিডিও না দেখাই ভালো।