Viral Video: নিজের প্রাণ দিয়ে কোবরা সাপের হাত থেকে মালিককে বাঁচালো কুকুর, ভাইরাল ভিডিও
একটি পরিত্যক্ত জায়গায় এক কিং কোবরা সাপ এবং কুকুরের মধ্যে লড়াই হয়েছে। আর সেই লড়াইয়ে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই কুকুরটি।

Viral Video:‘জলের ওপর নাম জীবন’ জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তবে সেই জলই যখন অন্য প্রাণীর জীবন নেয় তখন কেমন লাগে। রাস্তা ঘাটে কোনো সময় দরকার পড়লে অচেনা কোনো ব্যক্তির কাছে জল চাইলেও মানবতার খাতিরে জল দিয়ে সাহায্য করে। এখনও রাস্তা ঘাটে এমন কিছু মানবিক দুনিয়া ও সমাজের পার্থক্যর জন্য এই ধরণের দৃশ্য না দেখাই স্বাভাবিক। তবে এবার কিন্তু এক কিং কোবরা (King Cobra) ও সারমেয়র যুদ্ধ দেখলো নেতবাসী। যার ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral Video)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পরিত্যক্ত জায়গায় এক কিং কোবরা সাপ এবং কুকুরের মধ্যে লড়াই হয়েছে। আর সেই লড়াইয়ে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই কুকুরটি। মারপিটের জন্য সেই কিং কোবরা সাপটিও আহত হয়েছে। সেখানে উপস্থিত লোকজন দাবি করেছেন ওই কুকুর এবং কিং কোবরা সাপের মধ্যে প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে যুদ্ধ হয়েছে। দুজনেই হাপিয়ে উঠেছে। কিন্তু শেষে কিং কোবরার ছোবলে প্রাণ হারায় ওই কুকুরটি।
আসলে বলা হচ্ছে এই সাপটি জল পান করতে এসেছিলো। আবার অনেকে বলছে সাপটি এসেছিলো তাঁর মালিককে আক্রমণ করতে। আর তাঁর সারমেয় নিজের প্রাণ দিয়ে তাঁকে রক্ষা করেছে। ভিডিওটিতে আরো দেখা গিয়েছে যে ওই জায়গা থেকে কিং কোবরা থেকে উদ্ধার করেছে এক ব্যক্তি, ওই ব্যক্তিটি সাপটিকে উদ্ধার করে এনে ভিডিওর মাধ্যমে দেখার ছিল কোথায় কোথায় কুকুরের দাঁতের এবং নখের আঁচল বসেছে সাপটির গায়ে। তারপর ঐ ব্যাক্তি সাপটি জল খাওয়ায়। তারপর ওই ব্যক্তি সাপটির যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলেন।
Viral Video:
এমন এক পরিস্থিতি দেখে সেই মানুষটিরও সকলেই প্রশংসা করেছেন। ‘Mirzamdarif’ নামক ইউটিউব চ্যানেল থেকে সাত মাস আগেই আপলোড করা হয়েছে। কয়েক লক্ষ লাইক ও কমেন্ট ছাড়িয়ে গেলেও এই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠেছে। মির্জা এর আগেও সাপ উদ্ধার করেছে ও তাঁদের রক্ষা করেছে। কিন্তু এই ভিডিওটি যেন সম্পূর্ণ অন্য চিত্র ফুটে উঠেছে।