ট্রাঙ্কের ভিতর থেকে বেরিয়ে এলো দুটি বিশালাকার কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
সাপ হলো এমন একটি প্রাণী যাকে দেখলে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর।

সাপ হলো এমন একটি প্রাণী যাকে দেখলে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কেউ নিজেকে যতই রাঘব বোয়াল বলে দাবি করুক না কেন সাপ যদি একবার সামনে এসে পরে তাহলে তার মনে একটু হলেও ভীতের সঞ্চার হবেই। কারণ সাপ এক ছোবলেই যেকোনো মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। গোটা পৃথিবী জুড়ে প্রায় ২,৯০০ প্রজাতির সাপ পাওয়া যায়। আর এদের বেশিরভাগই বিষধর প্রজাতির হয়ে থাকে।
বাস্তবে সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলো বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে। এমনকি একশ্রেণীর মানুষের কাছে এধরনের সাপের ভিডিওগুলো প্রথম পছন্দের। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। আর যা দেখে রীতিমতো হতবাক প্রতিটি নেট নাগরিক। আর হবে নাই বা কেন। এধরনের ভিডিও আগে কখনো কারো নজরে এসেছে কিনা সন্দেহ।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটো বিষাক্ত প্রজাতির বিশাল আকৃতির কোবরা সাপ উদ্ধার হয়েছে একটি ট্রাঙ্কের মধ্যে। আর যা দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পরেছে সেখানে উপস্থিত মানুষেরা। তাই তৎক্ষণাৎ সাপ দুটোকে উদ্ধার করতে ডেকে আনা হয় মির্জা মোহাম্মদ আরিফ নামক এক প্রশিক্ষণপ্রাপ্ত সাপ ধরা ব্যক্তিকে। তিনি সেখানে এসে পৌঁছলে প্রথমে ট্রাঙ্ক খোলার চেষ্টা করেন। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে তিনি ট্রাঙ্কটিকে খুলতে সফল হন। এরপর সেখান থেকে বেরিয়ে আসে একটি পুরুষ ও একটি মহিলা কোবরা সাপ।
তারপর ওই ব্যক্তি প্রথমে পুরুষ সাপটিকে বের করার চেষ্টা করতেই সাপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু খুবই সাবধানতার সাথে ওই ব্যক্তি সাপটির লেজ ধরে সেখান থেকে বের করে আনে। এরপর একইভাবে মহিলা সাপটিকেও ট্রাঙ্ক থেকে বের করা হয়। তারপর ওই ব্যক্তি দুটো সাপকে একটি সাদা ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে নিয়ে চলে যান। এরপর তাদের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরেছে সমস্ত নেট দুনিয়ায়। বর্তমানে ইউটিউবে এই ভিডিওটিকে প্রায় ২.৭ লাখ মানুষ দেখে ফেলেছেন।