Viral Video : সিলিং ফ্যানের মধ্যে পেঁচিয়ে বসে আছে বিশালাকার কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Viral Video : সিলিং ফ্যানের মধ্যে নিজেকে পেঁচিয়ে বসে আছে একটি কোবরা সাপ।

Viral Video : সাপ (Snake) দেখলেই তো মরি বাঁচি ছুটে পালতেই হবে। না পালিয়ে উপায় কি! এক ছোবলেই যে ছবি সেই বিখ্যাত সিনেমার ডায়লগ ভুলে গেলে চলবে বলুন তো! তবে বর্তমান সময়ে ঘরে শুয়ে ভিডিও দেখতে গেলে দু একটা সাপের ভিডিও (Viral Video)  চলেই আসবে তা বলতে দ্বিধা নেই। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেক ভিডিও দেখতে গিয়ে আমাদের বেশ ভালো লেগে যায়। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা অন্য যেকোনো জন্তু কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে।

Viral Video :

Viral Video

ভাইরাল ( Viral Video)  হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি কোবরা সাপ ঘরের মধ্যে ঢুকে গেছে। শুধু ঢুকে গেছে বললে হয়তো ভুল বলা হবে। কার্যত সে দেওয়াল বেয়ে সিলিং ফ্যানের মধ্যে নিজেকে পেঁচিয়ে নিয়েছে। আর এমন ভাবেই পেঁচিয়েছে যা তাঁকে নামানো খুব সহজ নয়। এক সাপ উদ্ধারকারী ব্যক্তি সেই বাড়িতে এসে উপস্থিত হন। প্রথমে সাপটিকে উদ্ধার করা বেশ কষ্টের হয়ে যায়। তবে ভিডিওতে দেখা গেছে কি না তা যদিও বোঝা সম্ভব হয়নি।

Viral Video

এক ব্যক্তি লাঠি হাতে সাপটিকে নামাতে গেলেই ফণা তুলে বেশ কয়েকবার সাপটি এগিয়ে আসে তার দিকে ও ছোবল মারে। যদিও কেউ আঘাত হয়নি। তবে ভিডিও থেকেই জানা যাচ্ছে ইঁদুরের পিছন করতে গিয়েই কোনোভাবে সাপটি ঘরের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই না সেই ইঁদুরের জন্যই সাপটি সিলিং ফ্যান পর্যন্ত পৌঁছে যায়। ‘Mobark SnakeSaver” নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Viral Snake Video:

এখনও পর্যন্ত 75 হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই কার্যত সুন্দর বললেও এই ভিডিও দেখলে যে ভয় লাগে তা সকলেই জানিয়েছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, অবশ্যই সাপে কামড়ালে ডাক্তারের কাছে যেতে হবে তৎক্ষণাৎ। নাকি কোনো ওঝা কিংবা কুসংস্কারের ফাঁদে পা দেবেন। আমাদের প্রতিবেদনের মাধ্যমে সাপ বা অন্য যে কোনো প্রাণী সম্পর্কে প্রতিটি মানুষের শিক্ষা নেওয়া উচিত।

এখানে দেখুন :  রাস্তায় মাঝে কোবরার সাথে হাড্ডাহাড্ডি লড়াই বেজির, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের