Viral Video: কোবরা সাপকে মুখ দিয়ে চাটছে একটি গরু, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি বিষাক্ত প্রজাতির কিং কোবরা (King Cobra) সাপকে নিজের মুখ দিয়ে চাটছে একটি গরু।

Viral Video : সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন ধরনের নিত্যনতুন ভিডিও সমাহার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশ ছাড়িয়ে বিদেশের বহু খবরা খবরের আপডেট হাতের মুঠোয় এসে ধরা দেয় সকলের। এছাড়াও একশ্রেণীর মানুষের মনোরঞ্জনের এক অন্যতম প্ল্যাটফর্ম হল সোশ্যাল মিডিয়া। যার মাধ্যমে মনোরঞ্জন উপভোগের পাশাপাশি নিজেদের প্রতিভাবগুলোকেও তুলে ধরতে ব্যাপকভাবে উদ্যোগী প্রতিটি মানুষ। আর এর উদাহরণ আগে বহুবার মিলেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

Viral Video :

Viral Video

সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রকমের বিভিন্ন টপিকের ভিডিওর ছড়াছড়ি রয়েছে। যেগুলোর বেশিরভাগই প্রতিটি মানুষের নজর কাড়ে। তবে সর্বাধিক জনপ্রিয় যে ভিডিওর টপিক তা হলো বিভিন্ন সাপেদের ভিডিও। যা একশ্রেণীর মানুষের অন্যতম পছন্দের একটি টপিক। বাস্তবে সাপ দেখলে মনে ভয়ের সঞ্চার হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলো কিন্তু অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করেন প্রতিটি মানুষ। যার কারণে এই ভিডিওগুলো আপলোড হতে না হতেই তা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়া জুড়ে।

এখানে দেখুন : ছোট ছাগল ছানাকে পরম যত্নে দুধ খাইয়ে দিচ্ছে বাঁদর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

সম্প্রতি সেরকমই একটি ভিডিও গিলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সমস্ত সাইবার দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি বিষাক্ত প্রজাতির কিং কোবরা (King Cobra) সাপকে নিজের মুখ দিয়ে চাটছে একটি গরু। আর সেই ভিডিওটিই শেয়ার করেছে একজন আইএফএস অফিসার। আর ভিডিওটি শেয়ার করা মাত্রই তা রাতারাতি তুমুল ভাইরাল হয়ে পড়েছে গোটা নেট দুনিয়া জুড়ে।

Viral Video :

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় মাটির উপর বসে রয়েছে একটি বিষাক্ত প্রজাতির কিং কোবরা সাপ। আর অজান্তেই তার কাছে আসে একটি গরু। এরপর সেই গরুটি সাপটিকে জিভ দিয়ে চাটতে আরম্ভ করে। তারপর সাপটিও বিপদ বুঝে গরুটিকে ছোবল মারার চেষ্টা করে। এরপর গরুটি মুখ সরিয়ে নেয় সেখান থেকে। আর এধরনের লোমহর্ষক ভিডিও স্বাভাবিকভাবেই পছন্দ হয়েছে প্রতিটি মানুষের। যার কারণে ভিডিওটি বর্তমানে ইন্টারনেটের জুনিয়ার অন্যতম সেন্সেশনাল একটি ভিডিও।