অবিকল মানুষের ভাষায় কথা বলছে কাক, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

যুবতীরই ঘাড়ে এবং পিঠে চড়ে সেই কাকটি হুবহু মানুষের কথা বলছে।

বর্তমান যুগে প্রতিটি মানুষের আপডেট থাকার এক অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন রকমের ভাইরাল ভিডিওর সমাহার। এখানে প্রতিনিয়তই আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী মানুষের বিভিন্ন রকম ভিডিও। তবে শুধুমাত্র মানুষের বলাটা ভুল হবে কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে টেক্কা দিয়ে প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের নানারকম কর্মকাণ্ডের ভিডিও।

হয়তো সেই সমস্ত ভিডিওর সঠিক স্থান সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও এই ভিডিওগুলো আট থেকে আশি প্রতিটি মানুষকেই আনন্দ যোগায়। সম্প্রতি সেরকমই একটি মজার ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে এবার এক কাককে দেখা যাচ্ছে অবিকল মানুষের মতো কথা বলতে। এর আগে সোশ্যাল মিডিয়ায় হুবহু মানুষের ন্যায় কথা বলতে টিয়া, কাকাতুয়া ও ময়নার মতো পাখিদের দেখা গিয়েছে। তবে এবারের ভিডিওটি অবাক করেছে সকলকে। কারণ যা এর আগে মানুষ কখনো দেখেনি তা দেখা গেল এবার সামাজিক মাধ্যমের পর্দায়।

জানা গিয়েছে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজশাহী জেলার এক যুবতী নিজের পোষ্য কাককে কথা বলতে শিখিয়েছেন। এক ঝড়ের রাতে সেই কাকটি অত্যন্ত দুর্বল অবস্থায় সেই যুবতীর বাড়িতে এসে উড়ে পরেছিল। এরপর ওই যুবতী কাকটিকে দেখতে পেয়ে তার দেখভাল আরম্ভ করে এবং আদর করে তার নাম রাখে ‘কামিনী’। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবতীরই ঘাড়ে এবং পিঠে চড়ে সেই কাকটি হুবহু মানুষের ন্যায় কথা বলছে। আর এই ভিডিওটি তুমুল নজর কেড়েছে প্রতিটি সাইবারবাসীর।

ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হতেই তা ছড়িয়ে পরেছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। বর্তমানে প্রায় কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটিকে দেখে ফেলেছেন। পাশাপাশি ভিডিওটিকে পছন্দ করেছেন হাজার খানেক মানুষ। আবার কেউ কেউ মন্তব্য করে বলেছেন যে তারা কখনো এ ধরনের ভিডিও দেখেননি। তবে যাই হোক না কেন প্রতিটি মানুষের এই ভিডিওটি যে বেশ নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না‌।