গাছের গোড়ায় Eno দিলে যা ঘটবে

ইনো ব্যবহার করতে পারলে পোকা সংক্রান্ত ও পাতা কোঁকড়ানোর মতো একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

গাছ চাষ করা নয়, গাছের অনেক যত্ন নিতে হয়। অনেকেই আমরা বাড়িতে গাছ চাষ করতে ভালোবাসি। সঠিক পদ্ধতি জানলে অনায়াসেই বাড়ির বাগানে বা ছাদে লেবু, লাউ, লঙ্কা, শশা সহ নানান রকমের সবজি চাষ করা যায়। তবে সব রকমের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করার পরেও অনেক সময় গাছে ভালো ফলন দেখা যায় না। কখনও কখনও গাছগুলোতে মিলিবাগ পোকার আক্রমণ দেখা যায়, আবার কখনও গাছের পাতা কুঁকড়ে যেতে দেখা যায়। কখনও কখনও গাছগুলোতে সাদা মাছি বা পিঁপড়ের আক্রমণও দেখা যায়।

এই সমস্ত সমস্যা বা আক্রমণের কারণে গাছের ফলন প্রভাবিত হতে দেখা যায়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে গাছে ব্যবহার করতে হবে বিশেষ একটি উপাদান সেই উপাদান ব্যবহার করলেই একসঙ্গে একাধিক সমস্যা সমাধান হতে দেখা যাবে। এই প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করা হল।

উল্লিখিত সমস্যা গুলো দূর করতে যে উপাদানটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে, সেটি হল ইনো (ENO)। সঠিক পদ্ধতি অবলম্বন করে ইনো ব্যবহার করতে পারলে পোকা সংক্রান্ত ও পাতা কোঁকড়ানোর মতো একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

প্রণালী ও প্রয়োগের প্রক্রিয়া:

১. এক্ষেত্রে ইনোর এক বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে।
২. মিশ্রণ তৈরি করার জন্য প্রথমে ১ গ্লাস সাধারণ জল নিতে হবে। সঙ্গে একটি সাদা বোতলের উপরের অংশ কেটে নিয়ে বোতলের নিম্নাংশ কেটে প্রস্তুত রাখতে হবে।
২. কোনো এক সংস্থার হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু হাতের কাছে রাখতে হবে।

৩. এছাড়াও অল্প সর্ষের তেলও জোগাড় করে রাখতে হবে।
৪. এরপরে কেটে রাখা প্লাস্টিকের বোতলে গ্লাসে থাকা ৪ ভাগ জলের ১ ভাগ জল ঢালতে হবে।
৫. সেই জলে এক চামচ সর্ষের তেল যোগ করতে হবে।
৬. এই মিশ্রণে এরপরে মেশাতে হবে ১ চামচ হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু।
৭. চামচ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পুরো একটা ইনোর প্যাকেট কেটে মিশিয়ে দিতে হবে।
৮. সবটা ভালো করে মেশানো হয়ে গেলে অবশিষ্ট জলটাও ঢেলে দিতে হবে।

৯. এবার ইনোর এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ঢালতে হবে।
১০. এটি গাছগুলোতে স্প্রে করলেই উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।

দেখুন ভিডিও :