অবিকল মানুষের মতো কোমর দুলিয়ে বেলি ড্যান্স করছে বিড়াল, ভাইরাল ভিডিও

আমাদের মধ্যে অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের পশুপাখি পোষ্য হিসেবে পালন করেন। যার মধ্যে কুকুর ও বেড়াল অন্যতম।

সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে প্রতিনিয়ত কত কিছুই না চোখে পরে। আর বর্তমান সময়ে নিঃসন্দেহে মানুষের সময় কাটানোর একমাত্র মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যার কারণে যত দিন যাচ্ছে তত সোশ্যাল মিডিয়ার গুরুত্ব হু হু করে বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় যেমন বিভিন্ন বয়সী মানুষেরা নিজেদের প্রতিভা তুলে ধরছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। ঠিক সেরকমই সেদিক থেকে কোনো অংশে কম যাচ্ছে না বিভিন্ন পশুপাখিরাও।

আমাদের মধ্যে অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের পশুপাখি পোষ্য হিসেবে পালন করেন। যার মধ্যে কুকুর ও বেড়াল অন্যতম। কারণ বেশিরভাগ বাড়িতেই এই দুটো পশুকে পোষ্য হিসেবে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয়। সাধারণত বেড়ালকে একটি শান্ত স্বভাবের প্রাণী বলেই ধরা হয়। তবে কখনো কি কোনো বেড়ালকে হুবহু মানুষের মতো নাচ করতে দেখেছেন? তাও আবার যেই সেই নাচ নয় পুরো বেলি ডান্স। হ্যাঁ, এমনই একটি অদ্ভুত দৃশ্য ধরা পরলো সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে একটি ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে। যেই ভিডিওটা নিঃসন্দেহে আপনার মন ভালো করে দেবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ধূসর রঙের বেড়াল একটি বেলি ডান্সিং ড্রেস পরে দুর্দান্ত কায়দায় বেলি ডান্স করছে। তবে বেড়ালটি নিজে থেকে নাচছে না। তাঁকে নাচানো হচ্ছে এক ব্যক্তির দ্বারা। তবে এতে বিন্দুমাত্র আপত্তি নেই বেড়ালটির। কারণ সে কোনোরকম অস্বস্তিবোধ না করে সহযোগিতা করছে সেই ব্যক্তিকে।

প্রায় দেড় বছর আগে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আপলোড করা হয় বেড়ালের এই নাচের ভিডিওটি। যার ভিউজ বর্তমানে ছাড়িয়ে গেছে প্রায় ১.৩ মিলিয়নেরও বেশি। ভিডিওটিকে লাইক করার পাশাপাশি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন এই ভিডিওটি। পাশাপাশি ২০০০ এর বেশি মানুষকে কমেন্ট করতে দেয়া গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্সে। জানা গিয়েছে বেড়ালটি জার্মানির। যার সোশ্যাল মিডিয়া পেজের নাম ‘মোচি দ্য ক্যাটো’। যার বর্তমান ফলোয়ার্স প্রায় দেড় লক্ষের কাছাকাছি।