প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত বেলি ড্যান্স করে তাক লাগাল খুদে কন্যা, তুমুল ভাইরাল ভিডিও

পুচকে মেয়েটি এই লাল পোশাকেই দুর্দান্ত নাচ পরিবেশন করেছিল। মেয়েটির নাচ এতই সুন্দর ছিল যে, তা এখনও বহু মানুষের মনে স্থান অধিকার করে রেখেছে।

প্রতিভা প্রচার করার এক দুর্দান্ত মাধ্যম হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সবাই এই প্ল্যাটফর্মের অংশ হয়ে উঠেছে। শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই নয়, বাচ্চারাও নিজেদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছে। তিন-চার বছরের পুচকেরাও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয়তা পাচ্ছে। ইন্টারনেটের দুনিয়ায় অনেক সময় পুরোনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা যায়। সম্প্রতি এমনই কাণ্ড ঘটল। তিন বছরের এক পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হতে দেখা গেল।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Dance Viral Video) হয়েছে। ভিডিওটিতে এক ছোট্ট মেয়েকে স্টেজে চেপে বেলি ডান্স করতে দেখা যায়। স্টেজে উঠে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নাচ করতে দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। পুচকে মেয়েটির চুল বেশ লম্বা দেখা যায়। কোঁকড়ানো ঘন প্রায় কোমর পর্যন্ত লম্বা চুল থাকে তার। পরণে দেখা যায় লাল রঙের বেলি ডান্সের পোশাক। মানানসই মেকআপে ও পোশাকে বেলি ডান্স করে দর্শকদের রীতিমতো তাক লাগিয়ে দেয় পুচকে মেয়ে।

দাবি করা হয়েছে, এই ভিডিও ক্লিপটি ‘গালা শো চ্যাম্পিয়নশিপ অফ এশিয়া ২০১৮’ (Gala Show Championship Of Asia 2018)-এর। উক্ত শোয়েতে পুচকে মেয়েটি এই লাল পোশাকেই দুর্দান্ত নাচ পরিবেশন করেছিল। মেয়েটির নাচ এতই সুন্দর ছিল যে, তা এখনও বহু মানুষের মনে স্থান অধিকার করে রেখেছে।

ভিডিওটি পোস্ট করা হয়েছিল ‘জুলডিজ ডান্স স্টুডিও’ (Zhuldyz Dance Studio) নামক একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটি ইতিমধ্যে ২৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ১৩৮ হাজার মানুষ পছন্দ করেছেন।