Deboshree Roy: মিমির পর এবার ওয়েব সিরিজে দেবশ্রী রায়! ‘কেমিস্ট্রি মাসি’র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে
শোনা যাচ্ছে, এবার ওটিটিতে পা রাখতে চলেছেন হইচই-য়ের একটি সিরিজের মধ্যে দিয়ে। সিরিজটির পরিচালনা করতে চলেছেন সৌরভ চক্রবর্তী।

Deboshree Roy: বড়পর্দার অভিনয় হোক কিংবা মানুষের দরবারে গিয়ে ভোট চাওয়া কিছুতেই পিছিয়ে নেই তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকদের মন জয় করেছেন। সিনেমা, টেলিভিশন সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না কথা হচ্ছে দেবশ্রী রায়ের (Debashree Roy)। কিছুদিন ধরে তিনি বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। মাঝে অবশ্য তাঁকে ‘সর্বজয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে অভিনেত্রীকে।
শোনা যাচ্ছে, এবার ওটিটিতে পা রাখতে চলেছেন হইচই-য়ের একটি সিরিজের মধ্যে দিয়ে। সিরিজটির পরিচালনা করতে চলেছেন সৌরভ চক্রবর্তী। ‘কেমিস্ট্রি মাসি’ (Chemistry Mashi) নামক এই সিরিজটিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। অবশ্য সিরিজের প্রেক্ষাপট নিয়ে বিশেষ কোনও তথ্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সিরিজের জন্য লুক টেস্ট করা হয়েছে অভিনেত্রীর, জানা গিয়েছে এমনটাই। অভিনয়ের জন্য নাকি নিজেকে সেইভাবে প্রস্তুত ও করে নিয়েছেন নায়িকা।
k
বিধায়ক পদ ও তৎকালীন রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন দেবশ্রী ২০২১ সালে। তারপর থেকে নাকি তিনি আবারো অভিনয়েই ফিরতে চাইছিলেন। মাচা অনুষ্ঠানে যদিও তাঁর এখনও ভারভারত্ব অপরিসীম। একাধিক হিট ওয়েব সিরিজ ঝুলিতে রয়েছে হইচইয়ের। এবার তা সাত বছরে পা দিতে চলেছে এই প্লাটফর্ম। শুক্রবারই হইচইয়ের একাধিক নয়া প্রজেক্টের ঘোষণা হয়ে গিয়েছে আর সেখানেই এসেছে দেবশ্রীর এই সিরিজের নাম।
রাজনীতিতে নাম লেখানোর পর কিছু সময় বাছাই করা প্রজেক্টে কাজ করেছেন দেবশ্রী রায়। দিদি নং ১-এর প্রথমের দিকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সর্বজয়া-তে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। চরিত্রটি ঘর করে নিয়েছিল দর্শকদের মনে। স্বাভাবিকভাবেই ওয়েব মাধ্যমে তাঁর পা রাখার খবরে খুশি দর্শকরা। পাশাপাশি সিরিজটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে প্রত্যাশা তৈরি হয়েছে।