প্রকাশ্য মঞ্চে নিজের সিনেমার গান গেয়ে তাক লাগালেন অভিনেত্রী দেবশ্রী রায়, ভাইরাল ভিডিও

খোলা মঞ্চের উপরে হাতে মাইক নিয়ে দেবশ্রীর কণ্ঠে শোনা গেল তাঁর সিনেমার এক জনপ্রিয় গান। সুপারহিট সিনেমা 'চোখের আলোয়'-এর 'আর কত রাত একা থাকবো।

নব্বই দশকের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) অন্যতম জনপ্রিয় মুখ হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। কর্মজীবনে একসময় চরম সাফল্যের মুখ দেখেছেন তিনি। একের পর এক হিট সিনেমা উপহার স্বরূপ দিয়েছেন এই অভিনেত্রী। বহু পুরুষ ভক্তের হৃদয় হরণ করেছিলেন একসময়ে। তবে আজ সেই ‘কলকাতার রসগোল্লা’কেই রুপোলি পর্দায় তেমন আর দেখা যায় না।

আজকাল বহু শিল্পীরাই রোজগারের জন্য মাচা অনুষ্ঠানের হাত ধরে থাকে। এই প্রকৃতির অনুষ্ঠানে বহু নামীদামী শিল্পীদের দেখতে পাওয়া যায়। উপস্থিত থাকতে দেখা যায় সিনেমা ও ধারাবাহিকের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদেরও। এক্ষেত্রে মাচা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে বেশ মোটা মাইনের টাকাও পেয়ে থাকেন কলাকুশলীরা। ইতিমধ্যে বহু খ্যাতনামা শিল্পীদের দেখা গেছে মাচা অনুষ্ঠানে। এইবার এই তালিকাতেই শামিল হলেন দেবশ্রী রায়ও (Debashree Roy)।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Debashree Roy Viral Video) হয়েছে। ভিডিওটিতে দেবশ্রী রায়কে এই মাচা অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেল। খোলা মঞ্চের উপরে হাতে মাইক নিয়ে দেবশ্রীর কণ্ঠে শোনা গেল তাঁর সিনেমার এক জনপ্রিয় গান। সুপারহিট সিনেমা ‘চোখের আলোয়’-এর ‘আর কত রাত একা থাকবো?’ (Aar Koto Raat Eka Thakbo) গানটি তাঁকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে গাইতে দেখা গেল।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আগমনী স্টুডিও’ (Agamani Studio) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। প্রায় বছর পেরিয়ে গেছে ভিডিওটি চ্যানেলটি থেকে আপলোড করা হয়েছে, তবে সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটি প্রায়১৬ লক্ষ মানুষ দেখে ফেলছেন এবং ৭.৭ হাজার মানুষ পছন্দ করেছেন। তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে কটূক্তিও শুনতে হয়েছে। এক নেটিজেনকে বলতে দেখা যায়, “এমন গান গাইলে একাই থাকতে হবে!”