Swastika-Dibyojyoti: বিয়ের সাজে স্বস্তিকা! বর কি তাহলে সেই দিব্যজ্যোতি? দীপার কনের সাজই উস্কে দিলো প্রেমের গুঞ্জন

শুধু পর্দায় নয় বাস্তবেও 'সূর্য' ওরফে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে স্বস্তিকা ঘোষের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

Anurager Chhowa: শুধু পর্দায় নয় বাস্তবেও ‘সূর্য’ ওরফে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে স্বস্তিকা ঘোষের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। হ্যাঁ ধারাবাহিক শুরু হবার পর থেকেই দুজনের বন্ধুত্ব গাঢ় হয় ও সেই সময় থেকেই নাকি দুজন চুপিচুপি প্রেম করছেন এমনটা শোনা যায়। ১ অক্টোবর অর্থাৎ আগামীকাল রবিবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হবে ভালোবাসার উৎসব। ওইদিন আসলে সূর্য-দীপার অর্থাৎ দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অনস্ক্রিন ম্যারেজ অ্যানিভার্সারি। সেটাই বিশেষ ভাবে পালন করা হবে ‘ভালোবাসার উৎসব’ নামে।

Anurager Chhowa

তবে ধারাবাহিকে যখন সূর্য-দীপার বিবাহ-বার্ষিকী সেলিব্রেশনের প্রস্তুতি তুঙ্গে, তখনই স্বস্তিকা আবারো একবার দিব্যজ্যোতির সাথে প্রেম ও চলছে, তখন লাল-বেনারসী, গয়না আর সাদা ফুলের মালায় সেজে বিয়ের কনে রূপে ছবি দিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ক্যাপশানে লিখেছেন, ‘গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি’। তবে কি এবার আর লুকিয়ে নয় বরং প্রেম নিবেদন গীতবিতানের দিব্যি নিয়ে বলেই দেবেন সকলের সামনে।

Anurager Chhowa

সকলে কিন্তু কমেন্ট বক্সে অভিনেত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। অনেকে আবার বলেছেন এবার বলেই দেন দিব্য দাদাকে নিজের মনের কথা। তবে যদিও প্রেমের গুঞ্জনে জল ঢেলে স্বস্তিকার ও দিব্যজ্যোতির দাবি, তাঁরা শুধুই ‘ভালো বন্ধু’। এদিকে সিরিয়ালে যখন সূর্য ও দীপার সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন তার প্রভাব পড়েছিল রিয়েল লাইফেও। একে অপরকে আনফলো করে দেন তাঁরা।

Anurager Chhowa

সূর্যর স্পর্ম চুরি করে অন্তঃসত্ত্বা হয়েছে সে। প্রাথমিক ভাবে দীপা তাকে বিশ্বাস করেনি, কিন্তু আগামীতে কি আবার ওর আর সূর্যর মধ্যে ফাটল ধরবে? নাকি মিশকার পরিকল্পনা থেকে সূর্যকে বাঁচাবে দীপা। সেসব পিছনে ফেলে চলতি সপ্তাহে আবারো বেঙ্গল টপার এই মেগা। পর পর টানা তিন সপ্তাহ আবারো সিংহাসনে আছে।