অপেক্ষার অবসান! দেবের সঙ্গে জুটি বাঁধলেন সৌমিতৃষা, দিলেন গুড নিউজ
আসন্ন এই সিনেমাটিতে সৌমিতৃষাকে ছাড়াও দেখা যাবে দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) সহ আরো প্রবাদপ্রতিম অভিনেতা-অভিনেত্রীদের।

বহু প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সকলের প্রিয় মিঠাই রানী। ‘মিঠাই’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই অভিনেত্রী সৌমিতৃষার (Soumitrisha) অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আবারো পর্দায় তাকে দেখতে। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবার ছোট পর্দা নয় বরং বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি শুরু হয়েছে প্রধান এর শ্যুট। আর এনিয়ে ব্যাপক উচ্ছাস অভিনেত্রীর অনুগামীদের মাঝে।
আসন্ন এই সিনেমাটিতে সৌমিতৃষাকে ছাড়াও দেখা যাবে দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) সহ আরো প্রবাদপ্রতিম অভিনেতা-অভিনেত্রীদের। এই সিনেমাটির পরিচালনা করবেন অভিজিৎ সেন এবং প্রয়োজনার দায়িত্বে রয়েছেন অতনু রায়চৌধুরী। অর্থাৎ এবার টনিকের জুটির সঙ্গী হতে চলেছেন সকলের প্রিয় মিঠাই।
আর এনিয়ে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আপডেট শেয়ার করেছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা কলকাতা শহরের মধ্যে গাড়ির ভেতর বসে কোলে আগলে রয়েছেন ‘প্রধান’ এর স্ক্রিপ্ট। এর পাশাপাশি দেবকেও দেখা গেল ছবির আপডেট শেয়ার করতে। যেখানে তার পরনে দেখা গিয়েছে পুলিশের খাকি উর্দি। যাতে নাম লেখা রয়েছে দীপক প্রধান। অর্থাৎ অভিনেতার আসল নামের অনুকরণেই নামকরণ করা হয়েছে এই চরিত্রটির।
এর পাশাপাশি জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিক থাকলে চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে এই সিনেমাটি। আর মূলত এই সিনেমাটির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা। যদিও অভিনেত্রীর চরিত্রটির ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে এই সিনেমাটিতে একটি অন্যরকম অবতারে দেখা যেতে পারে অভিনেত্রীকে বলে মনে করছেন দর্শকদের একাংশ।