সংসার করার ক্ষমতা আমার মধ্যে নেই! ভাঙা বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রচনা ব্যানার্জি
অভিনেত্রীর কথায়, সংসার করতে হলে স্ত্রীকে সমস্ত কিছু মানিয়ে চলতে হয়। কারণ সংসার সুষ্ঠুভাবে করতে হয়। তবে একজন আদর্শ স্ত্রীর যে সমস্ত কোয়ালিটি থাকা প্রয়োজন তা অভিনেত্রীর একদমই নেই।

নব্বইয়ের দশকের সমস্ত সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের কথা আসলেই প্রথমে যার নাম আসে তিনি হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জি বাংলা (Zee Bangla)-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One)-এর সঞ্চালনার মাধ্যমে তিনি বাংলার দিদি হিসেবেও পরিচিতি পেয়েছেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই শোয়ের সঞ্চালিকার দায়িত্ব পালন করে আসছেন। এক কথায় তাকে ছাড়া এই শো প্রায় অচল বললেই চলে।
তবে এককালীন বিনোদন জগৎ মাতিয়ে আসা এই অভিনেত্রীকে এখন আর সেভাবে অভিনয়ের মঞ্চে দেখা যায় না। কিন্তু তা সত্ত্বেও ব্যস্ততা কমেনি অভিনেত্রীর জীবনে। দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনার দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে দুটো ব্যবসাও শুরু করেছেন তিনি। এর পাশাপাশি একজন সিঙ্গেল মাদার তিনি। এক কথায় অভিনয় জগত ছেড়ে দিলেও ব্যস্ততা ছাড়েনি অভিনেত্রীর জীবন। তবে বাস্তব জীবনে কতটা পারফেক্ট তিনি? একাধিকবার নিজের মুখেই তিনি স্বীকার করেছেন নিজের ব্যক্তিগত জীবনের পারফেকশনের কথা।
আসলে কিছু বছর আগে সম্প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো অপুর সংসারের একটি বিশেষ পর্বে আমন্ত্রিত হয়েছিলেন অভিনেত্রী। যেখানে তাকে মা হিসেবে নিজেকে রেটিং করতে বলা হয়। অভিনেত্রী নিজেকে মা হিসেবে ১০ এর মধ্যে ৭ রেটিং করেন। এরপর স্ত্রী হিসেবে অভিনেত্রীকে রেটিং করতে বলা হলে তিনি নিজেকে ১০-এ ০ রেটিং দেন। যার কারণ হিসেবে তিনি বলেন, কেরিয়ারে তুমুল সাফল্য অর্জন করলেও সংসার জীবনে তিনি একেবারেই ব্যর্থ।
অভিনেত্রীর কথায়, সংসার করতে হলে স্ত্রীকে সমস্ত কিছু মানিয়ে চলতে হয়। কারণ সংসার সুষ্ঠুভাবে করতে হয়। তবে একজন আদর্শ স্ত্রীর যে সমস্ত কোয়ালিটি থাকা প্রয়োজন তা অভিনেত্রীর একদমই নেই। তিনি মানিয়ে চলতে একেবারেই ব্যর্থ। যার কারণে তার আদর্শ স্ত্রী হয়ে ওঠা ওঠেনি। এ কারণেই অভিনেত্রী নিজেকে ১০ এর মধ্যে ০ রেটিং দিয়েছেন। যদিও অভিনেত্রী নিজের স্বামীকে ছাড়া ছেলেকে নিয়ে ভালোই জীবন যাপন করছেন। যা অভিনেত্রীর একাধিক বক্তব্যে ফুটে উঠেছে।