১৭ রকমের শব্দ নকল করে তাক লাগাল এই ময়না পাখি, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

ভাইরাল ভিডিওটিতে একটি সবুজ রঙের খাঁচার মধ্যে কালো রঙের পালক বিশিষ্ট ময়না পাখিকে দেখতে পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ার পাতায় নজর পড়লেই হরেক রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। বিভাগ ভিন্ন প্রকৃতির হলেও প্রত্যেক বিভাগেই কোনো না কোনো ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই ভাইরাল ভিডিওতে মানুষও থাকতে পারে, আবার থাকতে পারে পশুও। ভাইরাল ভিডিওগুলো প্রতিভার সংগ্রহশালা হতে পারে, আবার হতে পারে পশুপাখিদের অদ্ভুত আচরণের জলজ্যান্ত প্রমাণও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওপেন করলেই আজকাল পাখিদের একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়। পাখিদের খুনসুটি, পাখিদের রোম্যান্স, মাতৃত্বরূপী আচরণ সবকিছুই আজকাল ভিডিওরূপে ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে। এই ভিডিওগুলো পাখিপ্রেমীদের টাইমলাইনে এলে তাঁরা সময় নিয়ে ভিডিওগুলো দেখেন, ঘটনাগুলো বিশ্লেষণ করেন, ইচ্ছে হলে কমেন্ট করেন। কোনো কন্টেন্টকে কেন্দ্র করে এই আলোচনা-সমালোচনাই যখন প্রায় একই সময়ে অধিকাংশ মানুষ করতে শুরু করেন, তখন তা ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি একটি ময়না পাখির ভিডিও ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটিতে একটি সবুজ রঙের খাঁচার মধ্যে কালো রঙের পালক বিশিষ্ট ময়না পাখিকে দেখতে পাওয়া যায়। এই ময়না পাখির বিশেষত্বই হল মানুষ সহ কোকিল, রাজহাঁস, বিড়ালের আওয়াজের নকল করা। এই পাখি মোবাইলের রিংটোন খুবই সুন্দরভাবে নকল করতে সক্ষম। এটিকে পাহাড়ি ময়না বলে দাবি করা হয়েছে। ভিডিওটিতে এই পাখিটিকে ‘আবির’, ‘মিঠুন’, ‘গুড মর্নিং’ প্রভৃতিও উচ্চারণ করতে দেখা যায়। পাখির এই গুণ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘পেটস’ (Pets) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৩.৮ ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩৪ হাজার অতিক্রম করে ফেলেছে।