প্রকাশ্য মঞ্চে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ “পান্তা ভাতের কুণ্ডু” দীপান্বিতার, ভাইরাল ভিডিও

দীপান্বিতাকে লাল ও গোলাপি রঙের কম্বিনেশনে নেটের তৈরি গাউন পরে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়।

‘পান্তাভাতের কুণ্ডু’ দীপান্বিতাকে দেখা গেছে ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ে। তিনি প্রায় ১০-১২ বছর পরে অংশগ্রহণকারী প্রতিযোগীরূপে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চে হাজির হয়েছেন। খুদে দীপান্বিতা আজ বেশ বড়ো হয়ে গেছে। প্রতিযোগিতায় টেক্কা দিচ্ছে অন্যান্য প্রতিযোগীদের। খুদে দীপান্বিতার কিউটনেস ও নিষ্পাপতা পরিবর্তিত হয়েছে আবেদনময়ী অঙ্গিভঙ্গিতে। বর্তমানে দীপান্বিতার নাম তাঁর নাচের জন্য চর্চার বিষয় হয়ে উঠেছে।

দীপান্বিতার এক্সপ্রেশন সর্বদাই চর্চার বিষয় ছিল শোয়ে। খুদে এক বিত্তে দীপান্বিতার ‘বাংলা আমার সর্ষে ইলিশ’ গানে নাচ দেখে মুগ্ধ হয়ে গেছিলেন দর্শকরা। সেই সময় তাঁর নাচ বিচারক সহ দর্শক সবার মন জয় করে নিয়েছিল। ১০-১২ বছর ডান্স বাংলা ডান্স শোয়ে তাঁর প্রত্যাবর্তন আবার পুরোনো স্মৃতি তাজা করে দিল। এই সিজনেই প্রত্যাবর্তন ঘটেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীরও (Mithun Chakraborty)। ফলস্বরূপ, মিঠুন দা, দীপান্বিতা, বিভিন্ন বিচারক (শ্রাবন্তী চ্যাটার্জি, মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলি) ও সঞ্চালক অঙ্কুশের উপস্থিতিতে পুরো জমজমাট পরিবেশ তৈরি হতে দেখা গেল ডান্স বাংলা ডান্সের মঞ্চে।

সম্প্রতি ডান্স বাংলা ডান্স কেন্দ্রীক দীপান্বিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। ভিডিওটিতে দীপান্বিতাকে লাল ও গোলাপি রঙের কম্বিনেশনে নেটের তৈরি গাউন পরে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসমাৎ’ (Kismat)-এ গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) কণ্ঠে প্রকাশ্যে আসা ‘আও হুজুর তুমকো’ (Ao Huzur Tumko) গান। আর এই গানেতেই পরিপাটি করে সেজে খোঁপায় ফুল দিয়ে রুপোলি রঙের অর্ধচন্দ্রাকৃতি প্রপ থেকে নেমে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা যায় যায় ‘পান্তাভাতের কুণ্ডু’ দীপান্বিতাকে।

ভিডিওটি পোস্ট করেছেন স্বয়ং দীপান্বিতা নিজের ইউটিউব চ্যানেল ‘দীপান্বিতা কুণ্ডু’ (Dipanwita Kundu) থেকে। দীপান্বিতার ডান্স দেখে কমেন্ট বক্সে প্রশংসার বৃষ্টি করেছেন দর্শকরা।