বাড়ির ছাদে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’ দ্বীপান্বিতার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়
'জালিমা কোকোকোলা পিলাদে' (Zalima Cococola Pila De) গানে রসালো অঙ্গিভঙ্গি সহকারে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গেল।

বর্তমানে যোগাযোগ স্থাপনের এক প্রয়োজনীয় ও উন্নত মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। এই মাধ্যমগুলোর দৌলতে আজকাল খুব সহজেই কথাবার্তা, ফোন কল ও ভিডিও কল করা সম্ভব হয়। হাতের কাছে প্রয়োজনীয় গতি সম্পন্ন নেট পরিষেবা ও উন্নতি প্রযুক্তি সম্পন্ন ফোন বা কম্পিউটার থাকলেই হল, খুব সহজেই বিশ্বের এক প্রান্তে থেকে অপর প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়।
সোশ্যাল মিডিয়ার দৌলতে শুধুমাত্র যোগাযোগ স্থাপনই নয়, আগের তুলনায় অনেক সহজে প্রতিভার প্রচারও ঘটানো যায়। বর্তমানে প্রতিভার প্রচার ঘটানোর জন্য একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর কারণে দক্ষ শিল্পীরা সাধারণ মানুষের কাছে নিজের প্রতিভা পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে শিল্পীদের কাছে কোনো সংস্থার অধীনে কাজ করা আর বাধ্যতামূলক নয়। বহু শিল্পী আছেন, যাঁরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সুপরিকল্পিতভাবে ব্যবহার করার মাধ্যমে তুলনামূলক সহজ পদ্ধতিতে প্রতিভার প্রচার ঘটাতে পারছেন।
সম্প্রতি এক শিল্পীর নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এই শিল্পী আর কেউ নন, সবার প্রিয় ‘পান্তাভাতের’ কুণ্ডু। আসল নাম দীপান্বিতা কুণ্ডু (Dipanwita Kundu)। বহু বছর আগে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) নামক ডান্স রিয়্যালিটি শোয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) খুদে দীপান্বিতাকে আদর করে নামটি দিয়েছিলেন। এখন সেই দীপান্বিতা বেশ বড়ো হয়ে গেছে। নৃত্যশিল্পে আরও পটু হয়ে গেছে। কিশোরী দীপান্বিতার বর্তমানে নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। সেই চ্যানেলে থেকে সে নিজের নাচের নানান রকমের ভিডিও পোস্ট করে থাকে। এইরকমই এক ভিডিও সম্প্রতি চর্চায় থাকতে দেখা গেল।
ভিডিওটিতে দীপান্বিতাকে বাড়ির ছাদে ইলেকট্রিক ব্লু রঙের জমকালো ঘাগরা, মানানসই মেকআপ ও গয়না পরিহিত অবস্থায় ‘জালিমা কোকোকোলা পিলাদে’ (Zalima Cococola Pila De) গানে রসালো অঙ্গিভঙ্গি সহকারে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গেল। এক্সপ্রেশন কুইন দীপান্বিতার নাচ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন ও কমেন্ট বক্সে প্রশংসা করেছেন।