Sourav Ganguly Daughter: সানার গ্র্যাজুয়েশনে কি গিফট দিয়েছেন সৌরভ গাঙ্গুলি? গোপন কথা ফাঁস করলেন স্ত্রী ডোনা
বাবার মতোই উজ্জ্বল তার কন্যা। বাবা লন্ডনের স্টেডিয়ামে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে উড়িয়েছিলেন দেশের জার্সি। আর তার কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly) লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে হাসিল করেছেন অর্থনীতি লর মতো বিষয়ে স্নাতক ডিগ্রি।

Sourav Ganguly Daughter: বাবার মতোই উজ্জ্বল তার কন্যা। বাবা লন্ডনের স্টেডিয়ামে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে উড়িয়েছিলেন দেশের জার্সি। আর তার কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly) লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে হাসিল করেছেন অর্থনীতি লর মতো বিষয়ে স্নাতক ডিগ্রি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) সাথে সাথেই উড়ে গেছেন মেয়ের কাছে। গত ৬ই সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। অনুষ্ঠানে সানার পাশে ছিলেন সৌরভ এবং স্ত্রী ডোনা।
Sourav Ganguly Daughter:
তবে সেলিব্রিটিদের উপহারের ধরণ যে সবার থেকে আলাদা তা বলে দিতে হবে না। তাই মেয়ের এই সাফল্যতে কি উপহার দিলেন সৌরভ ও সানা। এই সময় ডিজিটালকে ডোনা লন্ডন থেকে ফোনে জানিয়েছেন, “সেভাবে মেয়েকে বিশেষ উপহার দেননি তিনি বা সৌরভ কেউই। বরং সানা যাতে আগামীতে আরও ভালো লেখাপড়া করতে পারে বা প্রতিষ্ঠিত হয় সেটাই বেশি গুরুত্বপূর্ণ তাঁদের কাছে।” লন্ডনের যে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে সেখানেই উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবে সানা।
View this post on Instagram
স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেছেন সানা। গত বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন সৌরভ কন্যা। আর PwC-তে ইন্টার্নশিপ করার সময় মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন। আর এবার যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম চর্চিত কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে। আপতত এখানেই কর্মরত থাকবেন সানা।
View this post on Instagram
সৌরভ ও ডোনা, সানার মাথায় সমাবর্তন অনুষ্ঠানের টুপি এবং গায়ে কালো গাউনের ফটো আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সেই ফটোতে টলিউডের শ্রাবন্তী, মিমি, শুভশ্রী থেকে শুরু করে বহু তারাকারা সৌরভ-কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ২৩ কিংবা ২৪ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরে আসতে পারেন সৌরভ ও তাঁর স্ত্রী। ‘দাদাগিরি সিজন ১০’ নতুন প্রমো ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বিদেশ সফরে থাকছেন সৌরভ। স্পেনের বার্সেলোনা শহরে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচিতে তাঁর সাথেই যাবেন সৌরভ।