লাগু হল নতুন নিয়ম! গাড়ি, বাইক চালানোর ভুল করেও এই কাজ করবেন না, দিতে হবে ৫ হাজার টাকার জরিমানা

এবার থেকে গাড়ি চালানোর সময় আর কথা বলা যাবে না মোবাইলে। নয়তো গুনতে হতে পারে জরিমানা।

এবার থেকে গাড়ি চালানোর সময় আর কথা বলা যাবে না মোবাইলে। নয়তো গুনতে হতে পারে জরিমানা। যদি কোনো ব্যক্তি গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইলে কথা বলতে ধরা পড়েন তাহলে কিন্তু আর রেহাই পাবেন না পুলিশের হাত থেকে। কারণ এবার গোটা রাজ্যজুড়ে লাগু হলো নতুন ট্রাফিক আইন। যেই আইন মোতাবেক যদি কোনো ব্যক্তি ড্রাইভিং করার সময় মোবাইলে কথা বলতে ধরা পড়েন তাহলে তাকে গুনতে হতে পারে পাঁচ হাজার টাকার জরিমানা। চলতি সপ্তাহ থেকেই এই নিয়ম লাগু হয়েছে।

জানা গিয়েছে, ট্রাফিক সংক্রান্ত নতুন এই আইনটি লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে (Bihar)। গত বুধবার থেকে বিহারে নতুন এই আইন কার্যকর হয়েছে। যার কারণে ট্রাফিক নিয়ম অমান্যকারী ব্যক্তিদের জন্য কঠোর ব্যবস্থা নিতে চলেছে বিহার রাজ্য পরিবহন বিভাগ। নিয়ম অমান্যকারী ব্যক্তিদের জন্য নূন্যতম ১০০০ ও সর্বোচ্চ ৫০০০ টাকার জরিমানা গুনতে হতে পারে।‌ যার কারনে বিহারে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে বলে আশাবাদী সে রাজ্যের পরিবহন দপ্তর।

বিহারের নতুন এই ট্রাফিক আইন অনুযায়ী, কোনো চালক যদি মোবাইলে কথা বলা অবস্থায় ড্রাইভিং করেন তাহলে সেই চালককে ৫০০০ টাকার জরিমানা দিতে হবে। এই নিয়মটি প্রতিটি গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। এর পাশাপাশি রাস্তায় বেআইনিভাবে স্টান্ট করাও বেআইনি কার্যক্রম হিসেবে ধরা হবে। গত ১৮ ই আগস্ট বিহারের পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়মটি জারি করে।

বর্তমানে এই আইনটি রাজ্যপালের অনুমোদন পেয়েছে। নতুন এই নিয়মটি অত্যন্ত ভালোভাবে বাস্তবায়ন করা হবে বলে দাবি করেছেন বিহারের ট্রাফিক কন্ট্রোল ব্যুরো। এনিয়ে বিহারের ট্রাফিক কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা জানান, এখন প্রতিটি চালকের কর্তব্য নতুন এই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো। আর এর ফলে অনেকটাই সড়ক দুর্ঘটনা কমবে বিহারে। কমবে মানুষের প্রাণহানির আশঙ্কাও।